#কলকাতা: দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে গৃহবন্দি করা হয়েছে। নেওয়া হচ্ছে নানা রকম সর্তকতা। বার বার হাত ধুয়ে, মাস্ক পরে মানুষ নিজেকে সুরক্ষিত রাখছে। তবে এই সময় কিছু মানুষকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য কাজে যেতেই হচ্ছে। যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাঙ্ককর্মী। মানুষের প্রয়োজনেই তাঁদের কাজে যেতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে।
মানুষকে ঘরে রাখতে নানা ভাবে চেষ্টা চালাচ্ছে সারা দেশের পুলিশ। কখনও তাঁরা গান গেয়ে মানুষকে বোঝাচ্ছেন। কখনও রাস্তায় করোনা সেজে ঘুরে মানুষকে বোঝাচ্ছেন। এই লড়াইয়ে পিছিয়ে নেই কলকাতা পুলিশও। তাঁরাও গান গাইছেন। এবার কলকাতা পুলিশের অফিসার মানুষকে শায়েরি বা কবিতা পড়ে শোনালেন। এই ভিডিওটি ট্যুইট করেছেন ডিসিপি সেন্ট্রাল কলকাতা।
গানের পর এবার শায়েরী,করোনা ঠেকাতে ক্রমশ সৃজনশীল কলকাতা পুলিশ। AN INITIATIVE BY JORASANKO P.S. TO CHEER UP THE CITIZENS AT KALABAGAN AREA.. # STAY HOME # # FIGHT AGAINST CORONA VIRUS # pic.twitter.com/EqacyQXLIP
— DCP Central Kolkata (@KPCentralDiv) April 4, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।