হোম /খবর /কলকাতা /
'যত মুখ খুলবেন তত ফাঁসবেন' কেন বললেন বিচারক? এসপি সিনহা শুনানিতে বিচারকের প্রশ্ন

CBI About SP Sinha Case: "যত মুখ খুলবেন তত ফাঁসবেন" কেন বললেন বিচারক? এসপি সিনহার শুনানিতে বিচারকের প্রশ্নর মুখে সিবিআই

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

CBI About SP Sinha Case: বিচারক  পাল্টা সওয়াল করেন, আপনার কাছে বলার মতো তো কিছু নেই? কী আছে? কেন জেল হেফাজত চাইছেন? এক জিনিস বলছেন।

  • Share this:

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এসপি সিনহা শুনানিতে বিচারকের প্রশ্নের মুখে ফের সিবিআই! বিচারক  প্রশ্ন করেন সিবিআইয়ের আইনজীবিকে, ‘কেন সিবিআই জেল হেফাজত চাইছে? আপনারা এটাই চাইছেন বাইরে না আসুক এসপি সিনহা। উনি তো অন্য মামলায় জেলে আছেন।’ সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, কেস ডায়েরিতে যা আছে দেখে নিতে পারেন।বিচারক  পাল্টা সওয়াল করেন, আপনাদের কাছে বলার কিছু নেই। বার বার এসে একই স্টিরিও ( রেডিও) চালিয়ে যাচ্ছেন।

সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, যথেষ্ট প্রমান রয়েছে এসপি সিনহা বিরুদ্ধে। বিচারক সওয়াল করেন, ডিসেম্বরে চার্জশিট দিয়েছে সিবিআই। ফের তিন মাস পর মনে হল কাস্টডিতে নিতে হবে অন্য মামলায়? আপনারা যত বলবেন, তাত ফাঁসবেন। ওঁকে এই মামলায় জামিন দেওয়াই যায়।সিবিআইয়ের পক্ষ থেকে আইনজীবি জানান, আমি কঠোর ভাবে বিরোধিতা করছি। বিচারক  বলেন সিবিআইয়ের আইনজীবিকে, কেন জামিনের বিরোধিতা করছেন? উনি তো জেলে থাকবেন। চাইলে এক হাজার সাক্ষীর বয়ান রেকর্ড করতে পারেন। সিবিআইয়ের তরফে আইনজীবি জানান, জামিন দিয়ে দিলে অন্য কেসে প্রভাব পরবে।  যাঁরা উইটনেস, তাঁদের বয়ানে রয়েছে এঁর ভূমিকা। অসহযোগিতা করছেন তদন্তে এসপি সিনহা । পাবলিক উইটনেস , মূল্যবান ডকুমেন্টস এসব কিছু এক্সামিনেশন করতে হবে তাই জেল হেফাজত দরকার।

আরও পড়ুন - স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে কী পরিণতি তরুণীর, শুনলে শিউরে উঠতে হয়

আরও পড়ুন - বড় খবর! তিহাড় জেলে তীব্র অসুস্থ অনুব্রত মণ্ডল, দিতে হচ্ছে ইনসুলিন ও অক্সিজেন

বিচারক  পাল্টা সওয়াল করেন, আপনার কাছে বলার মতো তো কিছু নেই? কী আছে? কেন জেল হেফাজত চাইছেন? এক জিনিস বলছেন।সিবিআইয়ের তরফে আইনজীবি জানান, পাবলিক  উইটনেস , মূল্যবান ডকুমেন্টস এসব কিছু এক্সামিনেশন করতে হবে তাই জেল হেফাজত দরকার । বিচারক ফের সওয়াল করেন, কেন ওঁকে আটকাতে চান? ওঁকে এই মামলায় জামিন দিলেও উনি তো অন্য কেসে জেলেই থাকবেন? তা হলে এই মামলায় জামিনে বিরোধিতা কেন? সিবিআইয়ের তরফে আইনজীবি বলেন, জামিন হলে অন্য মামলায় প্রভাব পড়বে। উইটনেস আছে।  ডকুমেন্টস আছে অনেক।

বিচারক বলেন, ক্রুসিয়াল বলে তো প্রথম দিন থেকে রেখে দিয়েছেন। কেন এই মামলায় জামিন দিতে বাধা? কারণ বলুন? বিচারক বলেন,  এই অভিযুক্ত তো বাইরে যাচ্ছে না। উনি তো জেলে থাকবেন। এই মামলায় কেন জামিন দিতে আপত্তি? সিবিআইয়ের পক্ষ থেকে আইনজীবি বলেন, এটা এডভার্স স্টেজ। বিচারক বলেন, কী এডভার্স? বলুন কী এডভার্স?

সিবিআইয়ের তরফে আইনজীবী বলেন, জামিন পেলে অন্য সাক্ষীরা মোরালি ডাউন হবেন। ডি মোরালাইজড হবে সাক্ষীরা। আসতেও না পারে সাক্ষী দিতে। পাল্টা এসপি সিনহা আইনজীবী  সঞ্জয় দাশগুপ্ত বলেন, মোরালি বুস্ট আপের জন্য রেখে দিচ্ছে তাহলে সিবিআই এসপি সিনহাকে?এর আগে তিনি সিবিআই অফিসেও গিয়েছিলেন। তাতেও পরে যখন  তিনি যান তখন গ্রেফতার হন। তাঁর চিকিৎসকের দেওয়া ওষুধ না পাওয়া না গেলে দৌড়দৌড়ি করতে হয়েছে।  অসুস্থতার বিষয়টি দেখা হোক।

ARPITA HAZRA

Published by:Uddalak B
First published:

Tags: SSC Scam