#কলকাতা: রাত জাগার জন্য তৈরি থাকুন ৷ বিরল মহাজাগতিক দীপাবলি দেখার জন্য তৈরি হয়ে যান আজই ৷ ২২ এপ্রিল মধ্য রাতে দেখা যাবে উল্কা বৃষ্টি ৷সারা পৃথিবীতেই মারণ থাবা বসিয়েছে করোনা ভাইরাস । যার সঙ্গে একজোট হয়ে লড়ছে সমগ্র বিশ্ব । আতঙ্কের এই সময়েও অবিশ্বাস্য এই মহাজাগতিক ঘটনায় বসুন্ধরাকে বিষ্মিত করবে প্রকৃতি । এই লকডাউনের সময়ে মাঝরাতে খালি চোখেই দেখা যাবে উল্কাবৃষ্টি । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রতি ঘণ্টায় ২০ অথবা তার বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠবে আকাশে। প্রতিবছরই এই সময়ে ‘কোয়াড্রানটিড’ উল্কাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না । আকাশ পরিষ্কার থাকলে ২৩ এপ্রিল ভোররাত পর্যন্ত দেখা যাবে উল্কাবৃষ্টি। সাদা বাংলায় যাকে আমরা বলি তারা খসা । উল্কা হল মহাকাশে ভেসে বেড়ানো নানান মাপের পাথরখণ্ড। ঘুরে বেড়াতে বেড়াতে পৃথিবীর অভিকর্ষের আওতায় এলে এরা পড়তে থাকে ভূপৃষ্ঠের দিকে। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষ হতেই জ্বলে ওঠে উল্কারা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পৃথিবীতে পৌঁছনোর আগেই তাদের আয়ু শেষ হয়ে যায় ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।