#কলকাতা: সপ্তমীর সকালের নবপত্রিকার স্নান ৷ তারপর সপ্তমীর পুজো, অঞ্জলি ৷ সেরে প্রসাদ খাওয়া তারপরে দুপুরে বোগ খেয়ে একবার এপাশ আর ওপাশ করে যাওয়া প্রয়োজন হালকা ঘুমের ৷ না হলেই যে ফ্রেশ আর দেখাবেনা ৷ কেননা সন্ধেবেলা থেকেই আবার শুরু হবে ঠাকুর দেখার পালা ৷
শহর থেকে গ্রাম, উত্তর থেকে দক্ষিণ সব দিকেই নানান রূপে নানা ধরনের মানুষ ৷ তবে লক্ষ একটাই চেটেপুটে সপ্তমীর সন্ধের মজা উপভোগ করা ৷ জীবনের বিভিন্ন প্রান্তে যা ঘটে যাক না কেন পুজো ? এই কয়েকটি দিন নো চিন্তা ডু ফূর্তি ৷
পুোজ মানে কচিকাচাদের ভিড়, জীবনের সকল আনন্দের পীঠস্থান শৈশব ৷ শুধুই নয় শৈশব, কৈশোর, যৌবন বা বার্ধক্য নয় ৷ জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়েছেন আজ ৷
এই পুজোতেই জীবন অনেকের শুধরেছে ভরেছে ৷ প্রথম প্রেম খুঁজে পেয়েছে অনেকেই ৷ শুরু হয়েছে নতুন পথ চলার অঙ্গীকার ৷ পুজো আসলে হেসে খেলে জীবন খাটানোর ফর্মূলা নিয়ে জীবনে আসে বারেবারে ৷ ভুলিয়ে দেয় হাজার না পাওয়ার যন্ত্রণা ৷ এক মিলনক্ষেত্র মনের টানে ঘরে ফেরারই অন্য নাম পুজো ৷ ভাল কাটুক পুজো ৷ ভাল থাকুক সব ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Durga Puja 2018, The enjoyment, আনন্দ, উপভোগ, উৎসবের দিন, দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব