corona virus btn
corona virus btn
Loading

কাউন্সিলরকে কাটমানি দিতে না পারায় মাঝ পথে ব্রিজ তৈরির কাজ ছাড়লেন ঠিকাদার

কাউন্সিলরকে কাটমানি দিতে না পারায় মাঝ পথে ব্রিজ তৈরির কাজ ছাড়লেন ঠিকাদার
  • Share this:

#কলকাতা: দশ মাসেও শেষ হয়নি ব্রিজের কাজ। স্থানীয়দের দাবি, কাউন্সিলরকে কাটমানি দিতে না পেরেই এলাকা ছেড়েছেন ঠিকাদার। অবিলম্বে ব্রিজের কাজ শেষ করতে হবে। এই দাবিতে বিধাননগর পুরসভার অর্জুনপুর-পশ্চিমপাড়ায় বিক্ষোভও দেখান স্থানীয়রা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর।

দমদম মলরোড থেকে বাগুইআটি যাওয়ার পথেই পড়ে এই খাল। খাল পারাপারের জন্য আগে একটি কংক্রিটের ব্রিজ ছিল। গত বছর সেপ্টেম্বরে সেটি ভেঙে ফেলা হয়। বদলে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু করে পুর প্রশাসন। কিন্তু দশ মাস কেটে গেলেও সেই কাজ শেষ হয়নি। এখানকার বাসিন্দাদের এখন ভরসা বলতে এই নড়বড়ে বাঁশের সাঁকো। এই পরিস্থিতির জন্য আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের রীতা সাহাকেই দায়ী করেছেন স্থানীয়রা। যদিও অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর রীতা সাহা। তাঁর দাবি, তিনি কোনও কাটমানির সঙ্গে যুক্ত নন। তাঁর নামে মিথ্যে কথা রটানো হচ্ছে। তিনি দলকে ঘটনার তদন্তের জন্য আবেদন জানান। এবং বলেন তিনি দোষী প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন। রোজ প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। অবিলম্বে সমস্যা না মিটলে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

First published: July 10, 2019, 10:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर