কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। মোট চারদিন পূর্ব মেদিনীপুরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চারদিনে সফরে প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভা ও করবেন তিনি। নবান্ন সূত্রে খবর সোমবার সকালে ডুমুরজোলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে রওনা দিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পৌঁছাবেন।খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মূলত পূর্ব মেদিনীপুর জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানের পর খেজুরি থেকেই হেলিকপ্টারে করে দীঘায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী।
সোমবার দীঘায় কোন কর্মসূচি না থাকলেও মঙ্গলবার দীঘা হেলিপ্যাডের সংলগ্ন ময়দানেই রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই রাজনৈতিকভাবে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে এই সভা থেকে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কড়া আক্রমণ করতে পারেন। শুধু তাই নয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাজনৈতিক বার্তাও দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার খেজুরি থেকে নন্দীগ্রামের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এর। মঙ্গলবার রাজনৈতিক সভা করার পর বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, ভাড়া শুরু মাত্র ৫ টাকা দিয়ে! কবি সুভায়-রুবি রুটে ভাড়া ঘোষণা করল মেট্রো
আরও পড়ুন, ঘাড়ের গঠনই জানিয়ে দেয় কার চরিত্র ঠিক কেমন! জানুন সামুদ্রিক শাস্ত্র কী বলছে
তিনি আগেই বলেছিলেন পুরীতে জগন্নাথ মন্দির হলে দীঘায় কেন হতে পারে না। সেই মোতাবেক হিডকো দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছে। সেই কাজ অনেকটাই এগিয়েছে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেই কাজ খতিয়ে দেখার পাশাপাশি দীঘায় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের শেষের দিকে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে এসে দীঘায় মেরিন ড্রাইভের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এ বারের সফরে মুখ্যমন্ত্রী সেই মেরিন ড্রাইভ ঘুরে দেখতে পারেন। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই এই চারদিনের পূর্ব মেদিনীপুর সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee