হোম /খবর /কলকাতা /
করোনা মোকাবিলার সেবার সঙ্গে সঙ্গে গান গেয়ে সচেতনতা চিকিৎসকের, কুর্নিশ সর্বত্র

করোনা মোকাবিলার সেবার সঙ্গে সঙ্গে গান গেয়ে সচেতনতা চিকিৎসকের, কুর্নিশ সোশ্যাল মিডিয়ায়

গানে গানে করোনা জয় করার ডাক চিকিৎসকের

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সারা বিশ্বজুড়ে এখন আতঙ্কের একটাই নাম করোনা ভাইরাস ৷ পৃথিবীর প্রতিটি দেশের সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের দাপট আজ অত্যন্ত পরিমাণে বেড়েই চলেছে ৷ আমেরিকা, ইতালি, স্পেন, ব্রিটেন সহ বিশ্বের তাবড় তাবড় দেশের সাধারণ মানুষ থেকে জন প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন এই মারণ রোগে ৷ আমেরিকায় এই মুহূর্তে সব থেকে বেশি লোকজনেরা আক্রান্ত হয়েছেন ৷ এমনকী মারণে রোগে আমেরিকাতেই সব থেকে বেশি মানুষ মৃত হয়েছেন ৷

এখনও পর্যন্ত কোনও ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই সবাইকে সাবধানতা অবলম্বন করে চলতে হচ্ছে ৷ বিশ্ব স্বাস্থ্য নিয়ামক সংস্থা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক নির্দেশিকা রয়েছে যা করোনা যুদ্ধে লড়তে বিশেষ করে সাহায্য করবে ৷ আগামী ৩ মে ২০২০ পর্যন্ত সারা দেশে লকডাউন রয়েছে ৷ বাড়িতে থাকলেই সুস্থ থাকবে গোটা দেশ এমনটাই বারেবারে নির্দেশিকা জারি করছে প্রশাসন ৷ প্রতিদিন প্রতিটি মুহূর্তে চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা আনবরত লড়ে যাচ্ছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে ৷ সেবা করছেন অসুস্থদের, তাঁরাই করোনা যুদ্ধের প্রকৃত নায়ক ৷

এইবার অন্য এক ভূমিকায় দেখেত পাওয়া গিয়েছে আরজি হাসপাতালের এক চিকিৎসককে তিনি করোনা সচেতনতায় গান গেয়েছেন ৷ সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল ৷ আজ থেকে ২০ দিন আগের পোস্টে আজও লাইক, শেয়ার ও কমেন্টের বন্যা বয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানতে পারা গিয়েছে ভদ্রলোক পেশায় চিকিৎসক, তিনি গেয়েই সচেতন করছেন সাধারণ মানুষকে ৷  ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, COVID-19, Doctor sings