হোম /খবর /কলকাতা /
কলকাতায় এক টুকরো থাইল্যান্ড! থাই ম্যাসাজ থেকে খাবার, মিলবে সবই, কোথায় জানেন

Thai Festival in Kolkata: কলকাতায় এক টুকরো থাইল্যান্ড! থাই ম্যাসাজ থেকে খাবার, মিলবে সবই, কোথায় জানেন

Thai Festival in Kolkata: এক টুকরো থাইল্যান্ডকে তুলে আনা হয়েছে কলকাতায়। দীর্ঘদিন ধরেই থাইল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

  • Share this:

কলকাতা: আজকের বাঙালি  দীঘা-পুরী-দার্জিলিংয়ের বাইরে গিয়ে বিদেশের আকর্ষণে বিভোর। আর সেই বাঙালির কাছে এখন থাইল্যান্ড সবথেকে বড় আকর্ষণ। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, বাঙালির ফরেন ডেস্টিনেশন বলতে অনেকের কাছেই  এখন থাইল্যান্ড। আর সেই থাইল্যান্ডকে একদম হাতের মুঠোয় নিয়ে আসতে থাইল্যান্ড কনস্যুলেট তিনদিনের থাইল্যান্ড উৎসবের আয়োজন করেছে ।

থাইল্যান্ডের পাঁচ মূল আকর্ষণ- খাবার, সিনেমা, মার্শাল আর্টস,ফ্যাশন ও ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে তিনদিনের এই উৎসব চলবে। দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে শুক্রবার সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন থাইল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত এইচ ই পাত্তারাট হং টং, কলকাতার কনসুল জেনারেল আচারাপান ইয়ভ্রাপ্রপাস। থাইল্যান্ডের নতুন নতুন পর্যটনস্থল, নানা মনোমুগ্ধকর থাই মেনু যেমন স্টিমড ভেটকি,নরম খোসার কাঁকড়া ভাজা, স্টিকি রাইসের সঙ্গে আমের স্বাদ,ভেড়ার মাংসের স্বাদ পেতে হলে আসতেই হবে এই উৎসবে।

আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কর্ণাটকে বাজিমাত কংগ্রেসের? এক ঘোষণাতেই কুপোকাত বিজেপি

আরও পড়ুন,  ‘বিজেপি কিন্তু বিধায়কদের টানার চেষ্টা করবে,’ আগের ঘটনা কংগ্রেসকে বললেন কমলনাথ

সাউথ সিটি মলের লবিতে আগামী রবিবার পর্যন্ত শুধুই থাইল্যান্ড। থাই ম্যাসাজের আকর্ষণ, নানা খাবার, অ্যারোমা ম্যাজিক তথা থাই ক্রিম, হস্তশিল্প, সব কিছু এক ছাদের তলায়। আর সঙ্গে থাকছে সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান,নাচ,সমবেত নৃত্য,মার্শাল আর্ট,কিক বক্সিং এর মজা। থাইল্যান্ডের ভারতীয় রাষ্ট্রদূত এইচ ই পাত্তারাট হং টং এই ফেস্টিভ্যালের উদ্বোধন করে জানান, থাইল্যান্ডের পর্যটকদের মধ্যে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের মানুষ অনেক। আর এই ভ্রমণপ্রিয় বাঙালিকে থাইল্যান্ডের সংস্কৃতির সঙ্গে আরও পরিচিত করে তুলতে এক টুকরো থাইল্যান্ডকে তুলে আনা হয়েছে কলকাতায়। দীর্ঘদিন ধরেই থাইল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

 

এই রাজ্যের সঙ্গেও গত কয়েক বছরে থাইল্যান্ডের মানুষের একাত্মতা গড়ে উঠেছে। আরও বেশি করে যাতে ভ্রমণপ্রিয় বাঙালিরা থাইল্যান্ডে যায়,তার জন্যই  এই উদ্যোগ।

Published by:Sanchari Kar
First published: