হোম /খবর /কলকাতা /
টার্শিয়ারি ক্যান্সার সেন্টার রাজ্যের ৩ মেডিক্যাল কলেজে

টার্শিয়ারি ক্যান্সার সেন্টার রাজ্যের ৩ মেডিক্যাল কলেজে, থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতি

ক্যান্সার চিকিৎসার টার্শিয়ারি ক্যান্সার সেন্টার রাজ্যের ৩ মেডিক্যাল কলেজে

ক্যান্সার চিকিৎসার টার্শিয়ারি ক্যান্সার সেন্টার রাজ্যের ৩ মেডিক্যাল কলেজে

কয়েকশো কোটি টাকা ব্যয় করে,  ঢেলে সাজানো হতে চলেছে রাজ্যের সরকারি ক্যান্সার চিকিৎসার ৩ হাসপাতালকে।

  • Share this:

কলকাতা: কয়েকশো কোটি টাকা ব্যয় করে,  ঢেলে সাজানো হতে চলেছে রাজ্যের সরকারি ক্যান্সার চিকিৎসার ৩ হাসপাতালকে। কেন্দ্রীয় সরকারের দেড়শো কোটি টাকা এবং রাজ্যের কয়েক কোটি টাকা ব্যয় করে রাজ্যের ৩ হাসপাতালকে ক্যান্সার চিকিৎসায় আরও উন্নত করতে চলেছে খুব শীঘ্রই।

কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এবং বর্ধমান মেডিক্যাল কলেজ, রাজ্যের এই ৩ মেডিক্যাল কলেজে ক্যান্সার হাসপাতাল চালু করে ক্যান্সারের চিকিৎসায় আরও গতি আনতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রের খবর অনুযায়ী, এই ৩ মেডিক্যাল কলেজে হতে চলেছে টার্শিয়ারি ক্যান্সার সেন্টার। ক্যান্সার চিকিৎসার বিভাগ গুলিরও আধুনিকীকরনের পাশাপাশি বসতে চলেছে নতুন ক্যান্সার নির্ণায়ক যন্ত্র, রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়ার অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি।

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে নজির গড়ল কলকাতা, ছিঁড়ে যাওয়া হৃদযন্ত্রের মূল রক্তবাহী নালি জোড়া দিলেন চিকিৎসক

এই তিন মেডিক্যাল কলেজে টার্শিয়ারি ক্যান্সার সেন্টারের  জন্য আলাদা ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার বসানো হবে অত্যাধুনিক যন্ত্রপাতি। যেমন লিনিয়াস অ্যাক্সিলারেটর, সিটি সিম্যুলেটর, ব্র্যাকিথেরাপির মত একাধিক অত্যাধুনিক মেশিন৷

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য দফতরের এক কর্তার বক্তব্য, এক একটি লিনিয়র অ্যাক্সিলারেটরের দাম প্রায় ২০ কোটি টাকা। সিটি সিম্যুলেটরের দাম প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা৷ ব্র্যাকিথেরাপি প্রায় ৬ থেকে ৭ কোটি টাকার কাছাকাছি। তিনটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে টার্শিয়ারি ক্যান্সার সেন্টারের জন্য ১৫০ কোটি টাকা অর্থ সাহায্য করছে কেন্দ্রীয় সরকার। প্রচুর অর্থ বিনিয়োগ করছে রাজ্য সরকারও।

আরও পড়ুন: যা ভাবছিলেন, তা নয়! বাংলার আবহাওয়ায় এবার বিরাট পরিবর্তন! ফের শীতের স্পেল?

সম্প্রতি এই প্রস্তাবিত হাসপাতাল গুলির আধিকারিকদের নিয়ে স্বাস্থ্য ভবনে জরুরি ভিত্তিতে এক বৈঠক হয়। সেখানে ৩ মেডিক্যাল কলেজের কর্তা ও এই কাজে যুক্ত সংশ্লিষ্ট সকলকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়ে দিয়েছেন, চলতি বছর অক্টোবর মাসের মধ্যেই এই তিন হাসপাতাল গুলিতে ক্যান্সারের চিকিৎসার নতুন যন্ত্রপাতি লাগানোর কাজ শেষ করে দিয়ে ক্যান্সার চিকিৎসা পরিষেবা চালু করে দিতে হবে।

ওঙ্কার সরকার

Published by:Anulekha Kar
First published:

Tags: Cancer Treatment, Kolkata