#আসানসোল: বুধবার সকাল থেকেই উত্তপ্ত আসানসোল ৷ উত্তেজনা সামাল দিতে আসানসোলে যাওয়ার পথে আক্রান্ত হলেন ভারীশিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ বিএনআর মোড়ে মন্ত্রীর গাড়ি ঘেরাও করে ঢিল ছোঁড়ে একদল বিক্ষুব্ধ তৃণমূল সমর্থক ৷ ঢিলের আঘাতে আহত হন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷
বুধবার সকাল থেকেই উত্তেজনা আসানসোল জুড়ে ৷ বর্ধমানে গরু পাচারের ঘটনা রমরমিয়ে চলছে, এই অভিযোগে শ্রমমন্ত্রী মলয় ঘটকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় একদল বিজেপি সমর্থক ৷ এই খবর ছড়িয়ে পড়তেই দল বেঁধে সেখানে হাজির হন তৃণমূল নেতারা ৷ সেসময় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে প্রবল বচসা বাধে ৷ বিজেপি নেতা সুব্রত মিশ্রকে পুলিশের সামনেই মারধর করেন তৃণমূল সমর্থকেরা ৷ এমনকী পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর চালানো হয় বিজেপি সমর্থকদের গাড়িতে ৷ পরে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন হুঁশিয়ারি দেন, ‘মন্ত্রীর বাড়িতে হামলা করতে এলে ছাড়ব না ৷’
বিজেপি নেতা সুব্রত মিশ্রকে মারধর ও গন্ডগোলের খবর পেয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা হন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ বিএনআর মোড়ে মন্ত্রীর গাড়ি পৌঁছাতেই ঘিরে ফেলা হয় তাকে ৷ উত্তেজিত বাবুল গাড়ি থেকে বেরিয়ে রাস্তা ছেড়ে দিতে বললে উত্তেজিত তৃণমূল সমর্থকেরা ঢিল ছুঁড়ে মারেন তাঁর দিকে ৷ পরিস্থিতি বেগতিক দেখে অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী ৷
ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উদ্যোগে গরু পাচারকারী সন্দেহে ধরা পড়ে দুইজন। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ এদিন একটি অনুষ্ঠানে যাবার সময় এই ঘটনা নজরে আসে বাবুল সুপ্রিয়র। তার অভিযোগ এলাকায় রমরমিয়ে চলছে গরু পাচার। এর মধ্যে গরু পাচারে ধৃত অভিযুক্ত প্রকাশ্যে চড় মারেন বিজেপি কাউন্সিলার বাপি হুইলার । আসানসোলের চাঁদমারির বাসিন্দা ওই অভিযুক্তদের দাবি করে, লালগঞ্জ হাট থেকে এই গরুগুলি কিনে নিয়ে বাড়ি ফিরছিল। পরে পুলিশ তাদের ছেড়ে দিলে বিক্ষোভ দেখাতে বুধবার সকাল মলয় ঘটকের বাড়ির সামনে জমা হন বিজেপি সমর্থকেরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Babul got Hurt, Babul Supriya