হোম /খবর /কলকাতা /
চাকরি হারাদের সাময়িক স্বস্তি, আপাতত চাকরিতে যোগ, নির্দেশিকা দিল পর্ষদ

School Teachers News: চাকরি হারাদের সাময়িক স্বস্তি, আপাতত চাকরিতে যোগ, নির্দেশিকা দিল পর্ষদ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

School Teachers News: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে এদের চাকরি বাতিল হয়েছিল।

  • Share this:

কলকাতা: আপাতত বাতিল হওয়া চাকরিপ্রার্থীদের ফের চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ। প্রতিটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশিকা মধ্য শিক্ষা পর্ষদের। গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশমের যে শিক্ষদের চাকরি গিয়েছে, তাঁরা ফের স্কুলে যোগ দিতে পারবেন।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ এই নির্দেশ দেওয়া হল রাজ্যে জুড়ে প্রতিটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। আজই চিঠি দেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। প্রায় ৩ হাজার ও বেশি শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফের তাঁরা আপাতত চাকরিতে যোগ দিতে পারবেন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে এদের চাকরি বাতিল হয়েছিল। তারপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট নির্দেশে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদকে রেকমেন্ডশন পাঠিয়েছে।

তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশ দিল। সে ক্ষেত্রে চাকরি হারারা চাকরিতে যোগ দিতে পারবেন নাকি বা কী ভাবে তাঁরা চাকরিতে যোগ দেবেন তা ঠিক করবে সংশ্লিষ্ট জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক রাই।

Published by:Uddalak B
First published:

Tags: SSC