#কলকাতা: চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। রাজ্যজুড়ে তাপমাত্রা নামবে আরও দুই থেকে তিন ডিগ্রি। শীতের আমেজ জোরালো হবে এ সপ্তাহেই, এমনই পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা।
জম্বু-কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাতের জেরেই ঠাণ্ডা । উত্তর-পশ্চিম শীতল হাওয়ায় কোনও বাধা নেই। সকাল সন্ধ্যা শীতের আমেজ আরও বাড়বে। শীতের আমেজ আরও বাড়লেও এখনই পাকাপাকিভাবে শীত নয়, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাসহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ ও কাল সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে ।