#কলকাতা: একদিনে আরও ৪ ডিগ্রি নামল কলকাতার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম।
পাল্লা দিয়ে কমছে জেলার তাপমাত্রাও। সবমিলিয়ে নভেম্বরেই জাঁকিয়ে শীতের আমেজ। আরও দু-তিন দিন শীতের আমেজ থাকবে মনে করছেন আবহাওয়া বিদরা। শুক্র-শনিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা।
রবিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত দু' দিনে প্রায় ৭ ডিগ্রি পারদ পতন হয়েছে কলকাতায়।
আগামী ৪৮ ঘণ্টা দিনভর শীতের আমেজ থাকবে। জেলায় জেলায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে।বঙ্গোপসাগরে ও আরব সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে।আরব সাগরের ঘূর্ণিঝড় সোমালিয়ার দিকে আছড়ে পড়বে আজ।বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু, পন্ডিচেরি উপকূলে আছড়ে পড়বে বুধবার বিকেল নাগাদ। তবে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়।
আগামী দু-তিন দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
Biswajit Saha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Weather Update, Winter