#কলকাতা: মাধ্যমিকে অনিয়ম রুখতে তৎপর হল মধ্যশিক্ষা পর্ষদ ৷ শৌচালয়ে নজরদারির পাশাপাশি এবার শিক্ষাকর্মীদের মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা জারি করল পর্ষদ ৷ পর্ষদের প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য সরকার ৷এতদিন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মোবাইল ফোন স্কুলে নিয়ে এলেও তা প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হত ৷ মোবাইল ফোন জমা রাখতেন শিক্ষকরা ৷ পরীক্ষার পর তা ফেরত দেওয়া হত ৷ পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী, মাধ্যমিক চলাকালীন স্কুলেই আনা যাবে না মোবাইল ফোন ৷ এর পাশাপাশি আজ পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে টয়লেটেও চলবে নজরদারি ৷ নজরদারি চালাতে প্রত্যেক স্কুলকে একজন করে গ্রুপ ডি স্টাফ নিয়োজিত করতে হবে ৷ প্রতিটি ছাত্রছাত্রী বাথরুমে কতক্ষণ করে থাকছে তা দেখতে হবে ৷ টয়লেটের মধ্যে কোনও অনৈতিক কাজ চলছে কিনা তা দেখতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।