হোম /খবর /কলকাতা /
ফ্ল্যাটে বৈঠক, চাকরি পেতে দেওয়া হত মোটা টাকা! কুন্তলকে নিয়ে বিস্ফোরক দাবি ইডির

ED: ফ্ল্যাটে বৈঠক, চাকরি পেতে দেওয়া হত মোটা টাকা! কুন্তলকে নিয়ে বিস্ফোরক দাবি ইডির

কুন্তল ঘোষ

কুন্তল ঘোষ

ED: ইডি সূত্রে খবর, গোপাল দলপতির মাধ্যমে টাকা পোঁছত প্রভাবশালীদের কাছে।

  • Share this:

কলকাতা: কুন্তল ঘোষের প্রভাবশালী যোগ নিয়ে বিস্ফোরক দাবি ইডির। ইডির দাবি, নিয়োগ দুর্নীতির টাকা সরাসরি পৌঁছেছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। প্রভাবশালীদের সঙ্গে সরাসরি দেখা করতে পারতেন কুন্তল। একাধিক প্রভাবশালী ব্যক্তি যুব তৃণমূল নেতাকে বেআইনি ভাবে নিয়োগে সাহায্য করেছেন।

 

ইডি সূত্রে খবর, গোপাল দলপতির মাধ্যমে টাকা পোঁছত প্রভাবশালীদের কাছে। তা আগে জানিয়েছিলেন কুন্তল। কুন্তল শুধু প্রাইমারি নয়, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, আপার প্রাইমারি টিচার্স নিয়োগ, এমনকি গ্রুপ সি এবং ডি স্টাফদের নিয়োগের জন্য টাকা নিতেন বলে ইডির দাবি।

তদন্তকারী সংস্থার আরও দাবি, এক এক পোস্টে জন্য এক এক রকম টাকা নেওয়া হত এবং সেই টাকা পার্থ চট্টোপাধ্যায় ও তার  ঘনিষ্ঠদের কাছে পৌঁছাত। কুন্তল নিজের কমিশন কেটে বাকি টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছাত দাবি ইডির। মোট ১৩০ জনকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দিয়েছিল। মাথা প্রতি ৮ লাখ টাকা করে নিয়েছিলেন কুন্তল, দাবি ইডির।

এই প্রভাবশালীদের খুঁজে বার করতে ইডি কড়া পদক্ষেপ নিচ্ছে। ইডির বিশেষ আদালতে পেশ রিমান্ড কপিতে দাবি ইডির। ইডি তরফে আদালতে যে রিপোর্ট জমা দেওয়া হয়ে , সেখানে  পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছাড়া গোপাল দলপতির নাম উল্লেখ রয়েছে। কারণ কুন্তল ঘোষকে জেরা করে পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি দেওয়া বিষয়ে গোপাল দোলপতি উল্লেখ রয়েছে বলে দাবি ইডির।

কারণ গোপাল, পার্থ চট্টোপাধ্যায় এই প্রভাবশালীরা সকলেই গুরুত্বপূর্ণ। এই মামলায় তাই ইডি তরফে রিমান্ড কপিতে উল্লেখ রয়েছে। কুন্তলকে হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায় ইডি। এমনকি কুন্তল একাধিক জায়গায় এজেন্টদের সঙ্গে বিভিন্ন ফ্ল্যাট, অফিসে বৈঠক করতেন। সেখানে এই বেআইনি নিয়োগের লিস্টে প্রাথীদের কে কত জন জোগাড় করতে পারতো সে বিষয়ে আলোচনা হত।

আরও পড়ুন, নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে টুঁ শব্দ নেই,মতুয়া মন পেতে আবেগই সম্বল বিজেপির

আরও পড়ুন, বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে

তবে ইডির কাছে কুন্তলের দাবি, ইডির কাছে, বেআইনি নিয়োগে প্রভাবশালীদের সম্পূর্ণ মদত ছিল। অযোগ্য প্রাথীদের চাকরি করিয়ে দেওয়ার জন্য টাকা নিতেন কুন্তল ঘোষ। আর সেই টাকা পৌঁছে যেত তৎকালীন শিক্ষা মন্ত্রীর কাছে। ফলে নিয়োগ দুর্নীতিতে কুন্তলকে জেরা করে প্রভাবশালীদের শীর্ষ স্তরে পৌঁছানো যাবে বলে ইডির দাবি।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: ED, Kuntal Ghosh