#কলকাতা: ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার মতো মেধা নেই ছেলের। ছাত্রের গার্জিয়ান কল করে এটাই বলেছিলেন শিক্ষক সুরজিত দাস। তার পরিণামে জুটল বেধড়ক মারধর। ছাত্রের বাবার এ হেন কাণ্ডে তাজ্জব শিক্ষক। বিধাননগর দক্ষিণ থানায় ছাত্রের বাবার নামে অভিযোগ দায়ের হলে, গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বপন কুমার বেজ নামের ওই ব্যক্তিকে।
গত সপ্তাহেই স্বপন কুমার বেজের ছেলেকে পড়াতে শুরু করেছিলেন সুরজিত দাস নামে ওই শিক্ষক। বিধাননগরের এফসি ১৬০ নম্বর বাড়িতেই ইঞ্জিনিয়ারিংয়ের টিউশন দিতেন সুরজিত বাবু। কিন্তু ছাত্রের মেধা দেখে অভিভাবকদের ডেকে পাঠান শিক্ষক। রবিবার স্বপন কুমার বেজ তার সঙ্গে দেখা করতে যান। তখনই সুরজিতবাবু জানান, ছাত্রের মেধা নেই ইঞ্জিনিয়ারিং পড়ার। এই শুনেই রেগে গিয়ে স্বপন কুমার বেজ চেয়ার তুলে মাথা ফাটিয়ে দেন সুরজিত দাসের।
শুধু মারধর নয়, ভাঙচুরও করা হয় শিক্ষকের বাড়িতে। ছাত্রের বাবার এই রণচণ্ডী মূর্তি দেখে অবাক সুরজিতের পরিবার।
বিধাননগর দক্ষিণ থানায় ছাত্রের বাবার নামে অভিযোগ দায়ের করেন সুরজিত দাস। এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বপন কুমার বেজকে। সোমবার তাকে তোলা হবে বিধাননগর আদালতে। শিক্ষককে মারধর করার ঘটনায় প্রশ্ন উঠছে শিক্ষামহলে, তাহলে কি ছাত্রের ফাঁকিবাজিতে অভিভাবকদের জানাতেও পারবেন না শিক্ষকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Students Father Beaten Up Teacher, Teacher Beaten Up