• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • লিখতে গিয়ে পেনসিল পড়ে যাওয়ায় ক্লাস থ্রি-র ছাত্রকে লাথি মারল শিক্ষিকা

লিখতে গিয়ে পেনসিল পড়ে যাওয়ায় ক্লাস থ্রি-র ছাত্রকে লাথি মারল শিক্ষিকা

ফের খুদে পড়ুয়ার ছোট ভুলে বড় শাস্তি। লিখতে গিয়ে পেনসিল পড়ে যাওয়ায় দমদম সেন্ট্রাল মডেল স্কুলের ক্লাস থ্রি-র ছাত্রের উপর বেজায় রেগে যান ক্লাস টিচার।

ফের খুদে পড়ুয়ার ছোট ভুলে বড় শাস্তি। লিখতে গিয়ে পেনসিল পড়ে যাওয়ায় দমদম সেন্ট্রাল মডেল স্কুলের ক্লাস থ্রি-র ছাত্রের উপর বেজায় রেগে যান ক্লাস টিচার।

ফের খুদে পড়ুয়ার ছোট ভুলে বড় শাস্তি। লিখতে গিয়ে পেনসিল পড়ে যাওয়ায় দমদম সেন্ট্রাল মডেল স্কুলের ক্লাস থ্রি-র ছাত্রের উপর বেজায় রেগে যান ক্লাস টিচার।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: ফের খুদে পড়ুয়ার ছোট ভুলে বড় শাস্তি। লিখতে গিয়ে পেনসিল পড়ে যাওয়ায় দমদম সেন্ট্রাল মডেল স্কুলের ক্লাস থ্রি-র ছাত্রের উপর বেজায় রেগে যান ক্লাস টিচার। খুদে পড়ুয়ার গালে চড়, পরে কোমরে লাথি মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিভাবকদের বিক্ষোভের মুখে ক্ষমা চান প্রিন্সিপ্যাল। তবে দোষ স্বীকার করতে চাননি অভিযুক্ত শিক্ষিকা। অভিযোগ দায়ের হয়েছে দমদম থানায় ।

  কেউ প্রোজেক্ট কার্ডে রোল নম্বর ভুল লিখেছিল, কেউ হোমওয়ার্ক করেনি, কেউ আবার ক্লাসে দুষ্টুমি করছিল। কেউ আবার কিছুই করেনি। তবু শিক্ষক, শিক্ষিকার হাতে বারবার মার খেতে হয়েছে খুদে পড়ুয়াদের। দমদম, বাগুইআটি, কাটোয়ার পর এবার তালিকায় নতুন সংযোজন দমদম সেন্ট্রাল মডার্ণ স্কুল।

  দমদম সেন্ট্রাল মডার্ণ স্কুলের ক্লাস থ্রি-র ছাত্র প্রিয়াংশু দাস। বুধবার ক্লাস চলাকালীন বেঞ্চের নীচ থেকে পেন্সিল তুলতে গিয়ে হিন্দির শিক্ষিকার রোষে পড়ে খুদে পড়ুয়া। তার অভিযোগ, প্রথমে তাকে চড় মারেন শিক্ষিকা মিনতি সাহা। পরে কোমরে লাথিও মারেন তিনি। ভয়ে স্কুলে মুখ না খুললেও, বাড়ি ফিরে মাকে সব জানায়  প্রিয়াংশু।

  পড়ুন

  শিক্ষিকার নির্মম শাসনে অসুস্থ ছাত্র

   

  বৃহস্পতিবার সকালে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন প্রিয়াংশুর অভিভাবকরা। ঘটনার কথা জানাজানি হতে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। চাপে পড়ে ক্ষমা চান প্রিন্সিপ্যাল ।

  যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষিকা মিনতি সাহা।

  ঘটনায় আতঙ্কে অন্য অভিভাবকরা। দমদম থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ছাত্রের অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে স্কুলে যায় পুলিশ। দিনভর গণ্ডগোলের জেরে বৃহস্পতিবার বন্ধ ছিল স্কুলের পড়াশোনা।

  First published: