#কলকাতা: সদ্যই রাজ্যে বাস অটো চলাচল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বিধিনিষেধের এই পর্বে শর্ত বেঁধেই বাস-অটো রাস্তায় নামানোর কথা বলেছেন। কিন্তু লোকাল ট্রেন আর মেট্রো সংক্রমনের কথা মাথায় রেখেই এখনও বন্ধ রাজ্যে। এবার তাই নিয়েই সরব হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy on Local Train)। তথাগতর টিপ্পনি, বাস অটো টোটো গাদাগাদি ভিড় হলে করোনা ছড়াবে না, করোনা হবে কেবল ট্রেন বা মেট্রো চললে।
রবিবার সকাল সকাল ট্যুইটারে বাক্যবাণ ছাড়েন তথাগত। তিনি লেখেন, "কলকাতা এবং শহরতলির অটোরিকশা ভিড়ে ঠাসাঠাসি হয়ে চলছে। যে যানবহনে দু'জন ওঠার কথা সেখানে ছজন উঠছে। তাঁর শ্লেষ, কিন্তু এর ফলে পশ্চিমবঙ্গে করোনা ছড়াবে না। করোনা ছড়াবে লোকাল ট্রেন বা মেট্রো চললেই।" তথাগত টিপ্পনি, "এর কারণ ট্রেন বা মেট্রো চালায় কেন্দ্র।" তাঁর প্রশ্ন, "এমন দ্বিচারিতা কথা আপনাকে আপনারা কি কখনও শুনেছেন?"
Auto rickshaws in Kolkata & environs both overload and overcharge. Up to 6 in a vehicle supposed to carry only 2. However,these in W Bengal do not spread Covid. Only local trains and Metros do. Because they are run by the centre. Have you ever heard of such cussedness?
— Tathagata Roy (@tathagata2) July 4, 2021
উল্লেখ্য রাজ্যে আরও এক দফার বিধি-নিষেধ জারি হয়েছে গত জুলাই থেকে। এই পর্বে মুখ্যমন্ত্রী বেশ কিছু ছাড় দিয়েছেন। পথে নেমেছে সরকারি বাস। বেসরকারি বাসকেও পথে নামার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, পথে নামতে হলে বাসের ড্রাইভার কন্ডাকটার সকলের টিকা নেওয়া থাকতে হবে। বাস চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বহু ক্ষেত্রেই নিয়ম ভাঙছে বাসগুলি। বেসরকারি বাস অপর্যাপ্ত, বহু বাস মালিকই বাস নামানোর ঝুঁকি নিচ্ছেন না। এই কারণে ভিড় হচ্ছে প্রবল। আর বেশ কয়েকটি জায়গায় লোকাল ট্রেনের জন্য বিক্ষোভ হচ্ছে। এই পরিস্থিতিতেকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন তথাগত। রাজ্যকে বিঁধে তথাগত আসলে দ্রুত লোকাল ট্রেন চালানোর দাবিই জানাচ্ছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Local Train, Tathagata Roy