#কলকাতা: শহরবাসীর মন বুঝতে ফের চালু হচ্ছে টক টু মেয়র (Talk To Mayor)। মঙ্গলবার মেয়র হিসাবে দায়িত্বভার গ্রহণ করছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তার পরেই নতুন বছর থেকে ফের শুরু হয়ে যাবে Talk to Mayor অনুষ্ঠান। মেয়র হিসেবে কলকাতা পুরসভার দায়িত্ব নেওয়ার পরই নাগরিক পরিষেবায় এক চমকপ্রদ পদক্ষেপ নিয়েছিলেন ফিরহাদ হাকিম। নিজেদের অভাব-অভিযোগ, অসুবিধা-সুবিধা, সমস্যার কথা জানার ও তৎক্ষণাৎ সমাধানের জন্য “Talk to Mayor” পরিষেবা চালু করেছিলেন ফিরহাদ হাকিম।
কলকাতার বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার মানুষ এই সূত্র ধরেই সরাসরি মেয়রের সঙ্গে কথা বলে উপকৃত হয়েছিলেন। এর পর পুর প্রশাসক হিসাবে “Talk to KMC” চালু করেছিলেন তিনি। পুর পরিষেবার উপর নাগরিকদের আস্থা বাড়াতে কলকাতা পুরসভায় চালু হয় ‘‘Talk to Mayor’’ বা "Talk to KMC” যা যথেষ্ট সাফল্য পেয়েছে। উল্লেখ্য যে এই কর্মসূচির হাত ধরে মেয়র ফিরহাদ হাকিমের জনপ্রিয়তাও বেড়ে যায়। অনেকেই বলেন, কলকাতা পুরসভার আগের মেয়রদের থেকে তিনি অনেকটাই এই পদক্ষেপের কারণে এগিয়ে যান। যা বিরোধীরাও কল্পনা করতে পারেননি।
আরও পড়ুন: এখনই নয়, তবে প্রয়োজনে ফের কড়া বিধিনিষেধ, সতর্ক করে ইঙ্গিত মমতার
সদ্য শেষ হওয়া কলকাতা পুরসভার ভোটে Talk to Mayor নিয়ে প্রচার চালায় তৃণমূল কংগ্রেস। আর এই প্রচারেই সাফল্য পায় দল। সেই সাফল্যের রথে বসেই মঙ্গলবার নতুন করে আবার কলকাতা পুরসভার মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছেন ফিরহাদ হাকিম। এ বার দ্বিতীয় দফায় মেয়র হতে চলেছেন ফিরহাদ। তিনি জানিয়ে দিয়েছেন, একইভাবে চালু থাকবে ‘" Talk to Mayor'’। আগে প্রতি শনিবার দুপুরে এই কর্মসূচি হত। সেই অনুযায়ী আগামী ১ জানুয়ারি অষ্টম পুরবোর্ড গঠনের পর প্রথম শনিবার পড়ছে। কিন্তু ওই দিন সরকারি ছুটি থাকায় সেই অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। ফলে অনেকে মনে করছেন, আগামী বছর, ৮ জানুয়ারি, শনিবার থেকে এই অনুষ্ঠান ফের শুরু হয়ে যেতে পারে।
আরও পড়ুন: ২২ জানুয়ারি হাওড়া বাদে চার পুরনগিমে ভোট, গণনা ২৫ শে! কমিশনের ঘোষণায় ক্ষুব্ধ বিরোধীরা
সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ফের নাগরিক পরিষেবায় সমস্যা সমাধানের জন্য শোনা যাবে “নমস্কার ববি হাকিম বলছি…!” তৃণমূল কংগ্রেস তাঁর নির্বাচনী ইস্তাহারে পুরসভার দশ দিগন্ত প্রকাশ করেছিল। আর সেখানেই দ্রুত ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যা সমাধানের ইঙ্গিত দিয়েছিলেন। এ মনকী পাড়ায় সমাধানের কথাও বলা হয়েছে। ফলে Talk to Mayor হাত ধরে শহরের প্রতিটি প্রান্তের খোঁজ মিলবে পুরসভার।
Abir Ghosal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Firhad Hakim