#কলকাতা: অবশেষে টালা ব্রিজ ভাঙা শুরু হল। শুক্রবার মাঝরাত থেকে টালা ব্রিজে গাড়ি চলাচল বন্ধ। বিকল্প রুটে চলছে বাস। তা সত্ত্বেও যানজট এড়ান যাবে কি? আশঙ্কায় আমজনতা।
বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলছে। পুজোর আগে থেকেই টালা ব্রিজে ভারী গাড়ি চলাচল বন্ধ হয়েছিল। এবার সব গাড়িই বিকল্প রাস্তা দিয়ে চলবে।
ডানলপগামী বাস যাবে চিৎপুর লকগেট উড়ালপুল এবং কাশীপুর সেতু দিয়ে। বারাকপুর থেকে শ্যামবাজার মুখী বাস এবং ছোট গাড়ি বিটি রোড ধরে চি়ড়িয়া মোড় পর্যন্ত আসবে। বাঁদিকে ঘুরে সেভেন ট্যাঙ্কস, নর্দান অ্যাভিনিউ হয়ে পড়বে মিল্ক কলোনিতে। ডানদিকে বেঁকে বেলগাছিয়া সেতু হয়ে আসবে শ্যামবাজারে।
লেকটাউন, পাতিপুকুর এলাকা দিয়ে এমনিতেই প্রচুর গাড়ি বেলগাছিয়া হয়ে শ্যামবাজার আসে। ফলে ওই রাস্তায় যানজট বাড়ার আশঙ্কা। সবচেয়ে বেশি চাপ পড়বে আরজিকর হাসপাতালের সামনের রাস্তায় ও পাইকপাড়া মোড়ে।
ছোট গাড়ির অধিকাংশই অবশ্য যাতায়াত করবে কাশীপুর সেতু হয়ে বাগবাজারের রাস্তা ধরে। যানজট এড়াতে কাশীপুর রোড, চিৎপুর রোড, খগেন চ্যাটার্জি রোডে পার্কিং বন্ধ করে দেওয়া হয়েছে। নজরদারির জন্য বাড়ানো হয়েছে সিসিটিভি। পণ্যবাহী গাড়ি চলবে মূলত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। বিকল্প রাস্তার ব্যবস্থা হলেও ব্রিজ পুরোপুরি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।
পথচারীদের সুবিধার জন্য টালা সেতুর পাশে একটা ফুট ওভারব্রিজ করতে চলেছে রাজ্য। এছাড়া আর জি করের সামনে ফুট ওভারব্রিজ নিয়েও আলোচনা চলছে। শনিবার ভোর থেকে শুরু হয়েছে ব্রিজ ভাঙা। সপ্তাহের শেষ দুদিন অতটা চাপ না হলেও সোমবার থেকে এই ব্যস্ত রাস্তায় যানজট এড়ানোই এখন কলকাতা পুলিশের কাছে চ্যালেঞ্জ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tala bridge