#কলকাতা: লকডাউনে এবার খুলবে মিষ্টির দোকান৷ তবে তা খোলা থাকবে নির্দিষ্ট সময়ের জন্য৷ যদি কেউ মিষ্টি কিনতে চান, তাহলে সেই সময়ের মধ্যে গিয়েই কিনতে হবে আপনার পছন্দের মিষ্টি৷ লকডাউনে বাড়ি থেকে বাইরে আসার ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ কিন্তু তার মানে এই নয় যে জনজীবন বিপর্যস্ত৷ মুদির দোকান থেকে শুরু করে খোলা রয়েছেন বাজার৷ সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, তাই এই ব্যবস্থা করেছে সরকার ৷ সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে নিত্যপ্রয়জনীয় জিনিস পাওয়া যাবে৷ অত্যাবশ্যকীয় জিনিসপত্র পেতে কোনও রকম সমস্যা হবে না৷ এবার জানানো হল যে মিষ্টির দোকানও খোলা হবে৷ তবে বেঁধে দেওয়া হয়েছে সময়৷ বেলা ১২ থেকে ৪ পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান৷
লকডাউনে মারাত্মক ক্ষতির মুখে পড়ছিলেন দুধের ব্যবসায়ীরা৷ কারণ পর্যাপ্ত পরিমাণে দুধ হলেও, তা তারা বিক্রি করতে পারছিলেন না৷ কারণ মিষ্টির দোকানগুলি সব বন্ধ হয়ে গিয়েছিল৷ সে কারণে গ্যালন গ্যালন দুধ নষ্ট হচ্ছিল৷ দুধের অপচয় বন্ধ করতেই মিষ্টির দোকান খোলার সিদ্ধান্ত নিল সরকার৷ এর জেরে দুধ নষ্ট হওয়া বন্ধ হবে এবং মিষ্টি প্রিয় বাঙালিও মিষ্টি খেতে পারবে গৃহবন্দি অবস্থায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown