কলকাতা: এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিএসএফের চৌকি করার জন্য অবিলম্বে জমি দেওয়ার আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘সীমান্তের নজরদারিতে চৌকি তৈরি করবে বিএসএফ, অথচ জমি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। মুখ্যমন্ত্রীকে নিশানা করে এই অভিযোগ আগেও করেছেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার পেট্রাপোলে স্থলবন্দর কর্তৃপক্ষ ও বিএসএফের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে বসিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীর কাছে সরকারি অনুষ্ঠান থেকেই অবিলম্বে জমি দেওয়ার আবেদন করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। নাগরিকদের সুরক্ষার স্বার্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বিএসএফের চৌকি তৈরি করার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া। আপনি দয়া করে বিএসএফ যে জমিগুলো চেয়েছে দয়া করে তা দেওয়ার ব্যবস্থা করুন। ৭২টি জায়গায় চৌকি তৈরি করার জন্য জমি দিন।’’
আরও দেখুন
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে বলেছেন যে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি থাকায় তৃণমূলের গরু পাচার করতে সমস্যা হচ্ছে। এতদিন বিএসএফের একাংশকে ম্যানেজ করে চলতো গরু পাচার। অমিত শাহর নজরদারিতে নিরুপায় হয়ে এখন গরু পাচারের অন্য কৌশল নিচ্ছে শাসক দল। বেআইনি কাজ পরিচালনার জন্যই রাজ্য সরকার তথা শাসক দল বিএসএফকে চৌকি তৈরীর জন্য জমি দিচ্ছে না বলেও আগে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও দেখুন
এবার একেবারে বঙ্গ সফরে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিএসএফের চৌকি তৈরির জন্য জমির ব্যাপারে জোর সওয়াল করলেন শুভেন্দু। শাসক দলের এক শীর্ষ নেতার কথায়, রাজ্যের হাতে আইন-শৃঙ্খলার বিষয়টি থাকার পরেও কেন্দ্রীয় সরকার তথা এ রাজ্যের বিজেপি নেতারা আসলে বাহিনীর মাধ্যমে রাজ্যের সেই অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে’। বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে মূলত রাজ্যের পূর্ব দিকে। এখানে বিএসএফের চৌকি তৈরি করা জমি সমস্যাও একটি বড় বিষয় বলে দাবি শাসক শিবিরের।
Venkateswar Lahiri
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF, Mamata Banerjee, Suvendu Adhikary