হোম /খবর /কলকাতা /
নবান্নে বসেই ‘রাজনৈতিক বৈঠক’! PMOকে ট্যাগ করে একী বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু

Suvendu Adhikari | Nabanna | Mamata Banerjee: নবান্নে বসেই ‘রাজনৈতিক বৈঠক’! PMO কে ট্যাগ করে এ কী বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু?

গতকাল অর্থাৎ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান৷ বৈঠক শেষে বেরিয়ে এসে জাতীয় স্তরে ঐক্যের বার্তা দেন তিনজনই৷ ২০২৪ নির্বাচনে বিজেপিকে হারাতে একসঙ্গে বিরোধী লড়াইয়ের বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী সহ অপর দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও। বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা: রাজ্যের সচিবালয় নবান্ন। আর সেই সচিবালয়ে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করার বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, বুধবার টুইটে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘গতকাল অনৈতিকভাবে নবান্নের সচিবালায়ে বসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়কে ব্যবহার করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীও এই বৈঠকে উপস্থিত ছিলেন। ’’

আপ সরকারের বিরুদ্ধে থাকা আবগারি দুর্নীতির প্রসঙ্গ তুলে কটাক্ষের সুরে ট্যুইটে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, ‘‘দিল্লি সরকার কি পশ্চিমবঙ্গ সরকারকে আবগারি নীতির বিষয়ে কোনও সাহায্য করতে চলেছে? পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকারের মধ্যে কোনও মউ সাক্ষরিত হল কি? যদি এই বৈঠক দুই মুখ্যমন্ত্রীর মধ্যে হয় তাহলে সেখানে কা বাণিজ্যিক সিদ্ধান্ত এখানে নেওয়া হল?’’

আরও পড়ুন: আগামী রবিবারই প্রধানমন্ত্রীর হাতে নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন, অনুষ্ঠানে কি থাকছে তৃণমূল?

আরও পড়ুন: কেবলমাত্র পরিবারের পাশে থাকার আশ্বাসই নয়! বড় কাজ করলেন শুভেন্দু অধিকারী

এর আগেও রাজ্যের সচিবালয় নবান্নকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্যদের নবান্নে রাজনৈতিক বৈঠক প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিবের উপস্থিতি নিয়েও ছবি সহ ট্যুইট করলেন তিনি। শুভেন্দু অধিকারীর ট্যুইটে প্রধানমন্ত্রীর দফতরকেও ট্যাগ করা হয়েছে।

গতকাল অর্থাৎ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান৷ বৈঠক শেষে বেরিয়ে এসে জাতীয় স্তরে ঐক্যের বার্তা দেন তিনজনই৷ ২০২৪ নির্বাচনে বিজেপিকে হারাতে একসঙ্গে বিরোধী লড়াইয়ের বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী সহ অপর দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও। বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Arvind Kejriwal, Mamata Banerjee, Suvendu Adhikari