#কলকাতা: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এ দিনই বিধানসভার অধ্যক্ষের দফতরে এই নোটিস জমা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে৷ গত শুক্রবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়৷ বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুল৷
মুকুলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য চিঠিতে আর্জি জানিয়েছেন শুভেন্দু৷ মুকুল রায় স্বেচ্ছায় বিজেপি-র সদস্যপদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলেও দাবি করা হয়েছে৷ এই যুক্তিতেই দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানানো হয়েছে৷
নিয়ম অনুযায়ী, এই নোটিস পাওয়ার পর তা স্ক্রুটিনি করে দেখবেন বিধানসভার অধ্যক্ষ৷ তার পর শুনানির জন্য দু' পক্ষকেই ডেকে পাঠাবেন তিনি৷ কিন্তু কতদিনে এই শুনানি হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে শুধুমাত্র স্পিকারেরই৷ ফলে বিজেপি-র তরফে যতই বিষয়টির দ্রুত নিষ্পত্তির দাবি করা হোক না কেন, কতদিনে এ বিষয়ে পদক্ষেপ করা হবে, তা ঠিক করবেনই অধ্যক্ষই৷
গত সোমবার শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে মুকুল রায় বিধায়ক পদ না ছাড়লে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য নোটিস দেওয়া হবে৷ বৃহস্পতিবার বিধানসভা গিয়েও অধ্যক্ষের দফতর বন্ধ থাকায় ফিরে আসেন শুভেন্দু৷ শেষ পর্যন্ত এ দিন নোটিস গ্রহণ করেন অধ্যক্ষের ব্যক্তিগত সচিব৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।