#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে প্রচারে সরাসরি পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে৷ নিরপেক্ষ ভোট করানোর জন্য পুলিশকে সতর্ক করতে গিয়ে বিজেপি নেতা বলেন, 'নিরপেক্ষ ভোট না করালে আপনাদের দশাবীরভূম, পূর্ব মেদিনীপুরের এসপি-র মতো হবে৷'
রুদ্রনীল ঘোষের সমর্থনে এ দিন ভবানীপুরে প্রচারে যান শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি বলেন, 'পুলিশের লোকদের বলি, বাবা মা পড়িয়েছেন৷ আপনারা মাঠে ছুটে, লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন৷ এগুলো করলে আপনাদের ম্যাডাম আপনাদের বাঁচাতে পারবেন না৷ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি৷ নিরপেক্ষ ভাবে ভোট হোক৷ আর যদি নিরপেক্ষ ভোট করতে অসুবিধা থাকে তাহলে আপনাদের দশাও বীরভূম, পূর্ব মেদিনীপুরের এসপি-র মতো হবে৷ টালিগঞ্জ, বাঁশদ্রোণীর ওসি-র মতো হবে৷ তার জন্য প্রস্তুত থাকুন৷ '
প্রসঙ্গত কয়েকদিন আগেই বীরভূম জেলার পুলিশ সুপারকে বদলি করেছে নির্বাচন কমিশন৷ একই ভাবে পূর্ব মেদিনীপুরে ভোটের আগেও সেখানকার পুলিশ সুুপারকে বদলি করা হয়েছিল৷
স্বভাবতই শুভেন্দুর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস৷ শাসক দলের তরফে তাপস রায়ের অভিযোগ, শুভেন্দুর এই বক্তব্য নির্বাচনের আদর্শ আচরণবিধির বিরোধী৷ বরানগরের তৃণমূল প্রার্থী বলেন, 'বিজেপি-র প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীদের কাজই হচ্ছে মানুষকে শাসানি দেওয়া৷ নির্বাচনী বক্তৃতায় এ ভাবে শাসানো যায় না৷ এটা মডেল কোড অফ কনডাক্টের বিরোধী৷ এর জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে৷ কিন্তু নেবে না৷ ওরা বরং কেন্দ্রীয় বাহিনীকে একটু নিরপেক্ষ ভাবে কাজ করতে বলুক৷ কারণ কেন্দ্রীয় বাহিনী বিজেপি নেতাদের কথায় গুলি চালাচ্ছে৷ অনেক জায়গায় ভোটকে প্রভাবিত করারও চেষ্টা করছে৷'
প্রসঙ্গত, এর আগেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপি নেতাকে একবার সতর্কও করেছে কমিশন৷ যদিও তাঁর এ দিনের মন্তব্যে ফের নতুন বিতর্ক ছড়াল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Suvendu Adhikari, West Bengal Assembly Election 2021