কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে আবার ‘খেলা হবে’ স্লোগান। এবার কিন্তু তৃণমূলের কোনও নেতার মুখে নয়, রাজ্যের খোদ বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর মুখে ‘খেলা হবে’ স্লোগান। যা নিয়ে তরজা তুঙ্গে। রবিবার মুর্শিদাবাদের বেলডাঙার মাঠে কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এদিনই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে শুভেন্দুর মুখে ‘খেলা হবে’ স্লোগান।
রবিবার মুর্শিদাবাদের একাধিক জায়গায় জনসংযোগ যাত্রা করেন অভিষেক। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হলেও পুলিশের অনুমতি না মেলায় তা শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয় বিজেপির তরফে। যদিও মিছিল শুরুর অংশে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় ‘খেলা হবে’। কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, “অপার খেলা হয়েছে, জীবনের খেলা হয়েছে, অন্য খেলাও আমরা দেখেছি।” মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নিশানা করে শুভেন্দু অধিকারী এও বলেন, “অপেক্ষা করুন, ওই খেলাটাও হবে।”
অন্যদিকে, রবিবার মুর্শিদাবাদের সভায় শুধু লোকসভা নির্বাচনেরই নয়, ছাব্বিশের বিধানসভায নির্বাচনেরও টার্গেট বেঁধে দিলেন অভিষেক। হরিহরপাড়া জনসভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, পরের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় ২২ টি আসনের মধ্যে ২২ টি-ই পেতে হবে তৃণমূলকে।
আরও পড়ুন, এসি-কুলারের দাম অনেক! গরমে ঘরে রেখে দিন এই ফ্যান, ঘর ঠান্ডা হবে কয়েক মিনিটে
আরও পড়ুন, চণ্ডীপুরে সিআইডি, পাল্টা আদালতে শুভেন্দু! দুর্ঘটনা কাণ্ডে টানাপোড়েন চরমে
হরিহরপাড়া জনসভায় বক্তৃতা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় এনআরসি হয়েছে? হয়নি। মুর্শিদাবাদে আগামী দিনে ২২ কে ২২ হবে। ২০২১ এ মুর্শিদাবাদ এ রেকর্ড ফল হয়েছে। ২২ এ ২০ হয়েছে। এত ভাল ফল মুর্শিদাবাদে হয়নি।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Suvendu Adhikari