হোম /খবর /কলকাতা /
‘সাগরদিঘির উপনির্বাচনের ফলাফলে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে...’ দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: ‘সাগরদিঘির উপনির্বাচনের ফলাফলে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে...’ দাবি শুভেন্দু অধিকারীর

‘সাগরদিঘির উপনির্বাচনের ফলাফলে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে...’ দাবি শুভেন্দু অধিকারীর

‘সাগরদিঘির উপনির্বাচনের ফলাফলে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে...’ দাবি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari in Sagardighi: শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘মানুষ যেভাবে শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিজেপির প্রতি আস্থা দেখাচ্ছেন তাতে অবাধে ভোট হলে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। তৃণমূলের কোনও অস্তিত্বই থাকবে না।’’

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সাগরদিঘিতে ভোটপ্রচারে গিয়ে শুক্রবার তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তাঁর কনভয় যাওয়ার সময় তৃণমূল কর্মীরা গো-ব্যাক স্লোগান তোলেন ৷ তবে এ সবের মধ্যেই শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘সাগরদিঘির উপনির্বাচনের ফলাফলে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে। মানুষ যেভাবে শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিজেপির প্রতি আস্থা দেখাচ্ছেন তাতে অবাধে ভোট হলে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। তৃণমূলের কোনও অস্তিত্বই থাকবে না।’’

শুভেন্দু বলেন, ‘‘সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের সমর্থনও আমরা পাব। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য এই জেলার জেলাশাসক এবং পুলিশ সুপার তৃণমূল প্রার্থীকে জেতানোর ব্যাপারে সম্পূর্ণ দায়িত্বটাই নিজেদের কাঁধে তুলে নিয়ে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাগরদিঘি উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথোপকথনে এ ব্যাপারেও তাঁকে আমি বিস্তারিত জানিয়েছি।’’

আরও পড়ুন- কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার

দলের জেলা কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু আশঙ্কাপ্রকাশ করে বলেন, ‘‘বাংলায় কাজ না পেয়ে অনেক ভোটাররাই পেটের তাগিদে বর্তমানে ভিন রাজ্যে রয়েছেন। ভোটের দিন সেই সমস্ত ভোটারদের সাগরদিঘিতে না আসার সম্ভাবনাই বেশি। শাসক দল চাইবে সেই সমস্ত ভোটারদের ‘ফলস’ ভোট করাতে। আমরা সব দিকটাই নজরে রাখছি। আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য দিয়ে দাবি জানিয়েছি যে, ফলস ভোট ঠেকাতে ভোট গ্রহণ কেন্দ্রে বিশেষ মহিলা আধা সামরিক বাহিনীও মোতায়েন করার।’’

আরও পড়ুন- আজ ফের কোচের ভূমিকায় সৌরভ, কলকাতায় দিল্লি ক্যাপিটালসের আইপিএলের প্রস্তুতি শিবির শুরু

শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, ‘‘ভোট লুঠ করার উদ্দেশ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত মুর্শিদাবাদ জেলার দাগি সমাজ বিরোধীরা এলাকায় ক্রমাগত দাপিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন দুর্নীতির সঙ্গে যে সমস্ত তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে তারা সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে সঙ্ঘবদ্ধভাবে সাগরদিঘি উপনির্বাচনে ভোট লুঠের গেম প্ল্যান তৈরি করেছে। আমি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কেন্দ্রীয় আধিকারিকের কাছে দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে এও দাবি জানিয়েছি যে,  শনিবার সন্ধ্যা ছ’টার পর থেকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের যারা ভোটার নয়, এমন রাজনৈতিক কর্মীদের এলাকা ছাড়া করানোর পাশাপাশি সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় এবং তৃণমূল প্রভাবিত ক্লাবগুলিতেও আধা সামরিক বাহিনী দিয়ে বিশেষ নজরদারি চালানোর। একই সঙ্গে ভোট গ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে যেন কোনও রাজ্য পুলিশ মোতায়েন না থাকে সে ব্যাপারেও সংশ্লিষ্ট কমিশনের আধিকারিকের কাছে আবেদন জানিয়েছি।’’

আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপলক্ষেই দলীয় প্রার্থী দিলীপ সাহার সমর্থনে কার্যত সাগরদিঘির মাটি কামড়ে টানা প্রচারাভিযানে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bengal BJP, Suvendu Adhikari