হোম /খবর /কলকাতা /
'কাল পর্যন্ত অপেক্ষা করুন', মমতার পদত্যাগ চ্যালেঞ্জের নয়া হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: 'কাল পর্যন্ত অপেক্ষা করুন', মমতার পদত্যাগ চ্যালেঞ্জের নয়া হুঁশিয়ারি শুভেন্দুর

মমতা-শুভেন্দু বাকযুদ্ধ।

মমতা-শুভেন্দু বাকযুদ্ধ।

গতকালই সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনৈতিক দলের তকমা হারানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন৷

  • Share this:

কলকাতা: অমিত শাহকে ফোন করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা চ্যালেঞ্জের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ নিজের দাবিতে অনড় থেকে শুভেন্দু পাল্টা দাবি করেছেন, যে ফোনালাপ নিয়ে এত কথা, সেটি করা হয়েছিল ল্যান্ডফোন থেকে৷ আগামিকাল আরও বিস্ফোরক তথ্য সামনে আনবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা৷

মুখ্যমন্ত্রী নবান্ন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করার দাবি খারিজের পরই মন্তব্য প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী ও অমিত শাহকে চিঠিও দিয়েছে তৃণমূল কংগ্রেস৷

আরও পড়ুন: মুকুলে বিরক্ত মমতা, এক উত্তরেই দিয়ে দিলেন সব প্রশ্নের জবাব!

গতকালই সিঙ্গুরের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনৈতিক দলের তকমা হারানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন৷ যাতে তৃণমূলের সর্বভারতীয় তকমা বজায় থাকে, তা নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদ্বির করেছিলেন বলে দাবি করেন শুভেন্দু৷

এ দিন তাঁরই পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও একজন পাবলিক মিটিংয়ের দাঁড়িয়ে বলছেন সর্বভারতীয় তকমা চলে যাওয়ার পর আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা শাহজি, তাঁকে নাকি আমি চারবার ফোন করেছি৷ আমি তাঁর পদত্যাগ চেয়েছি গায়ের জোরে সরকার ভাঙার জন্য৷ তাঁর কথাবার্তা সংবিধান সুলভ নয়৷ এরজন্য তাঁর পদত্যাগ আমি দাবি করেছি৷ আমি তাঁকে ফোন করেছি এ কথা যিনি বলেন, তাঁর জনগণের সামনে নাকখত দিত হবে৷ আর আমি যদি করে থাকি তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব৷'

আরও পড়ুন: 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর পরই তার জবাব দিয়ে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ট্যুইটারে বিরোধী দলনেতা লেখেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা৷ দিল্লিতে ফোন করার জন্য আপনি ল্যান্ড লাইন ব্যবহার করেছিলেন৷ সময়মতো আপনি আপনার মুখোশ খুলে দেব৷ উচিত জবাবের জন্য আগামিকাল পর্যন্ত অপেক্ষা করুন৷

একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু এ দিন ফের দাবি করেছেন, 'আপনি বার বার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদহ, মেদিনীপুরের কথা উল্লেখ করেন কারণ অবচেতন মনে আপনি জানেন যে ২০১১ সালে আপনি ক্ষমতা দখল করতে পেরেছিলেন কারণ আমি এই জেলাগুলির দায়িত্বে ছিলাম৷'

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা বাতিল করে নির্বাচন কমিশন৷ আর তা নিয়েই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার সংঘাত বাঁধল৷ মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তৃণমূলের নামের আগে থেকে সর্বভারতীয় শব্দটি সরানো হবে না৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Suvendu Adhikari