কলকাতা: শাসক বিরোধী আন্দোলনের মঞ্চে শুভেন্দুর মুখে মমতার মতই বামপন্থী স্লোগান ! আজ শহীদ মিনারে ডিএ র দাবিতে অবস্থানে বসা যৌথ সংগ্রামী মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, " আপনারা ন্যায্য ডিএর দাবিতে আন্দোলন করছেন। পথই আপনাদের পথ দেখাবে। আপনারা আন্দোলন চালিয়ে যান৷ আমরা আপনাদের পাশে আছি।"
বামেদের সরিয়ে ২০১১-য় ক্ষমতায় আসার আগেতো বটেই, রাজ্যে সরকার গড়ার পরেও, কখনো ব্রিগেড কখনো বা ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূল নেত্রীর মুখে শোনা গেছে এই শ্লোগান; পথই আমাদের পথ দেখাবে। আজ শহীদ মিনারে ডিএ র দাবিতে আন্দলনরত যৌথ সংগ্রামী মঞ্চে শুভেন্দুর গলায় শোনা গেল সেই শ্লোগান। যা শুনে অনেকেই বলছেন, তৃণমূলে থেকে বিজেপি শিবিরে গেলেও, শুভেন্দু আসলে নন্দীগ্রাম, নেতাইয়ে বাম বিরোধী গণ আন্দোলন করে উঠে আসা নেতা। শহীদ মিনারে যৌথ আন্দোলনকারীদের একটা বড় অংশই রাজ্য সরকারি কো অর্ডিনেশন কমিটির সদস্য বা বাম মনোভাবাপন্ন। সম্ভবত, সে অঙ্ক মাথায় রেখেই শুভেন্দুর ভাষনে উঠে এল এই শ্লোগান।
আরও পড়ুন: 'যতবার দিল্লি গিয়েছি ততবার আমার বাড়ির সামনে...' বিস্ফোরক অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার!
শুভেন্দু মঞ্চে আসার আগে শহিদ মিনারে ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চে এসেছিলেন সিপিএম, এসইউসি, লিবারেশন সহ বামপন্থী একাধীক রাজনৈতিক দলের নেতারা। এরপর, আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ শহীদ মিনারের মঞ্চে আসেন শুভেন্দু। ততক্ষণে অবশ্য সেই মঞ্চস্থল ছেড়ে গেছেন বাম, কংগ্রেসের নেতারা।
মঞ্চ থেকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে গিয়ে শুভেন্দু মনে করিয়ে দেন, দিল্লিতে তাদের দাবি আদায়ের আন্দোলন সফল করতে সুপ্রিম কোর্টে আইনি সহায়তা দিচ্ছে বিজেপি। পরে, আন্দোলনকারিদের উদ্দেশ্যে আন্দোলন জারি রাখার আর্জি জানিয়ে বলেন, পথই আপনাদের পথ দেখাবে।
শুভেন্দুর মুখে এই স্লোগান শুনে গুঞ্জন শুরু হয়ে যায় আন্দোলনকারীদের মধ্যে। কেউ কেউ বলতে থাকেন, 'আরে এতো মমতার স্লোগান৷ তখন, পাশের জন তাকে সংশোধন করে বলেন, ওটা মমতা, বামপন্থীদের থেকে ধার করেছিলেন। আসলে ওটা বামপন্থীদের স্লোগান।'
শুভেন্দুর এই স্লোগান নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন সিপিএম নেতা সূজন চক্রবর্তী বলেন, 'রাস্তাই আমাদের রাস্তা। রাস্তাই আমাদের পথ দেখাবে।'- এটা বামপন্থীদের বহুকালের একটা জনপ্রিয় স্লোগান। এখন কেউ সেই রাস্তাকে পথ বলে অন্যকোন পথ দেখাবে কি না সেটা জানি না। তবে,শুভেন্দু অধিকারী একদা তৃণমূল নেত্রীর ছায়াসঙ্গী হিসাবে থেকে এখন এসব স্লোগান দিয়ে হয়তো আন্দোলনকারিদের মন জয় করার চেষ্টা করে থাকবেন।
আরও পড়ুন: এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে ঠাঁই আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির
পর্যবেক্ষকদের মতে, যৌথ সংগ্রামী মঞ্চের রাশ বরাবরই সরকার বিরোধী বাম মনোভাবাপন্ন রাজ্য কো- অর্ডিনেশন কমিটির হাতে। আন্দোলনকারীরা তাদের ধরনা শুরুর সময় বারবার বলেছিলেন, ডিএ আদায়ের দাবিতে তাদের এই প্রতিবাদের মঞ্চকে কোনওভাবেই রাজনীতির রং লাগতে দেবেন না। কিন্তু, দিন যত গড়িয়েছে, ততই সেই দাবি ফিকে হয়ে এসেছে। ডিএ- র দাবিকে সামনে রেখে সরকারি কর্মচারীদের আন্দোলনের মঞ্চে দেখা গেছে বাম,কংগ্রেস এমনকি বিজেপির শীর্ষ নেতাদের৷ বাম মনোভবাপন্ন এই মঞ্চের দিকে নানা ভাবে সাহায্য, সহযোগিতার বার্তা দিলেও, পোড়খাওয়া নেতা শুভেন্দু জানেন, আন্দোলনকারিদের কাছে পৌঁছতে গেলে তাদের ভাষায় কথা বলতে হবে। সেটাই আসল রাস্তা।
রাজ্যে ৩৪ বছরের বাম শাসনের এই লিগ্যাসিকে মাথায় রেখে আজও তৃণমূলের মঞ্চে শোনা যায় বাম পন্থীদের গণসঙ্গীত; 'পথেই এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। শুভেন্দুও তার ব্যাতিক্রম নন।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Mamata Banerjee, Suvendu Adhikari, TMC