ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না আন্দোলনের ঠিক আগেই রাজ্য সরকারের বিরুদ্ধে সেকশন ২৭ লাগু হওয়ার চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে কলকাতার আম্বেদকর মূর্তির পাদদেশে আজ, বুধবার থেকে দু’দিন ধর্না অবস্থানে বসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বড় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়ে বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের নেতারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন। এবার এব্যাপারে বড় দাবি করলেন শুভেন্দু। মঙ্গলবার কৃষকদের স্বার্থে নানান অভিযোগ ও দাবি-দাওয়া নিয়ে কলকাতার রাজপথে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে মহামিছিলে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সেকশন ২৭ লাগু করেছে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা হোক বা প্রধানমন্ত্রী সড়ক যোজনার আর কোনও টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার আর পাবে না। সীমাহীন দুর্নীতির কারণেই সেকশন ২৭ অর্থাৎ 'অর্থনৈতিক নিষেধাজ্ঞা' জারি করা হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে। একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে অর্থনৈতিকভাবে সিল করে দেওয়া হয়েছে। গোটা দেশের মধ্যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে।’’
আরও পড়ুন- রেড রোডে মমতা- শহিদ মিনার ময়দানে অভিষেক, বুধবার শহর জুড়ে ঠাসা কর্মসূচি
শুভেন্দুর দাবি, ‘‘মূলত গ্রামীন এলাকার মানুষদের উন্নয়নের জন্য বরাদ্দ যে বিপুল পরিমাণ টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য বরাদ্দ করেছিল তাতে ব্যাপক দুর্নীতির জন্যই ২০২৩-২৪ সালে আর কোনও টাকা সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে পাবে না রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন নিশ্চিত। কারও ক্ষমতা নেই তা আটকানোর। সেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’’
আরও পড়ুন- আজ শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশেও টার্গেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল
বলা বাহুল্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যকে টাকা দিয়েছে কেন্দ্র। তৃণমূল সাংসদ দেব-এর এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি লিখিতভাবে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অনিয়মের কারণে পশ্চিমবঙ্গের টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৫৭৯৭.৫৩ কোটি বরাদ্দ করা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য। কিন্তু এই বিপুল পরিমাণ টাকায় ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পরপরই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের লাগামছাড়া দুর্নীতি ঠেকাতে বাংলায় ডবল ইঞ্জিন সরকারই একমাত্র বিকল্প। সেই দিন আসন্ন।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Suvendu Adhikari