হোম /খবর /কলকাতা /
কমব্যাট ফোর্সের ইউনিফর্ম দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের! বিরাট আশঙ্কা শুভেন্দুর

Suvendu Adhikari: কমব্যাট ফোর্সের ইউনিফর্ম দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের! বিরাট আশঙ্কা শুভেন্দু অধিকারীর

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ

Suvendu Adhikari: শুভেন্দুর সংযোজন, এছাড়াও বিভিন্ন উৎসবে ভিড় সামলানো, বেআইনি ভাবে গাড়ি পার্কিং এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকা পালন করবেন।''

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: "আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলান্টিয়ারদের"। এমন সার্কুলার সামনে আসার পর ছবি ও তথ্য সহ বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, 'সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিরদের দেওয়া যাবে না। মহামান্য আদালতের নির্দেশের পর সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে একটি নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ। সেই নির্দেশিকা অনুযায়ী, সিভিক ভলান্টিয়াররা ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে পারবেন।''

শুভেন্দুর সংযোজন, এছাড়াও বিভিন্ন উৎসবে ভিড় সামলানো, বেআইনি ভাবে গাড়ি পার্কিং এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকা পালন করবেন। নির্দেশিকা যাই হোক বাস্তব পরিস্থিতি কিন্তু ভিন্ন। মুর্শিদাবাদের সাগরপাড়া পুলিশ স্টেশন তার উদাহরণ। মুর্শিদাবাদের ২৬ টি থানার প্রতিটি থেকে পুলিশ কর্তাদের ঘনিষ্ঠ ও তল্পিবাহক, তৃণমূল কংগ্রেস ঘেঁষা প্রায় ১৫ জন সিভিক ভলান্টিয়ারদের মধ্যে কমব্যাট ফোর্স-এর মতো দেখতে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: নীলাদ্রি নেহাত ছোট কেউ নয়, এবার বেরোবে বিরাট সত্য? নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস

বিরোধী দলনেতার আশঙ্কা, কমব্যাট ফোর্সের মতো দেখতে ইউনিফর্ম পরিহিতকে আলাদা করে সিভিক ভলান্টিয়ার বলে চিহ্নিত করা যাবে না। ফলে তাদের দিয়ে অনৈতিক ভাবে টাকা আদায় সহ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের চমকানো, ভয় দেখানো যাবে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সাহায্য করা যাবে'।

আরও পড়ুন: এবার ঘরে বসেই কাটুন মেট্রোর টিকিট, দারুণ সুযোগ! আর স্টেশনে লাইন দেবেন কেন?

শুভেন্দু অধিকারী এও বলেন, ''অতীতে কীভাবে সিভিক ভলান্টিয়ারদের একটি অংশ বিরোধী দলগুলির বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করেছে আমরা দেখেছি। এই সকল তৃণমূল ঘেঁষা, পুলিশ কর্তাদের ঘনিষ্ঠ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করার জন্য এই সাগর পাড়া এবং মুর্শিদাবাদ পুলিশের মডেলটি পশ্চিমবঙ্গ জুড়ে আগামিদিনে চালু করার প্রচেষ্টা হবে। তাই বিরোধীদের আধাসামরিক বাহিনী দিয়ে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দাবি ন্যায্য এবং প্রাসঙ্গিক'।

Published by:Suman Biswas
First published:

Tags: Civic volunteer, Suvendu Adhikari, West Bengal Government