নন্দীগ্রাম: রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল ঘিরে তোলপাড় গোটা দেশ। এমন পরিস্থিতি রাজ্যের বিরোধী দলনেতার বিধায়ক পদ খারিজের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তাপস রায়। জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিতেন তিনি। তাঁর বিধায়ক পদ খারিজের আবেদনও করতেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করেন। ক্ষমা করে দিতে বলেন। তাই সেই প্রক্রিয়া আর এগোয়নি। আর তাপসের সেই হুঁশিয়ারির পর পাল্টা আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু অধিকারী স্বয়ং। বললেন, ''ক্ষমতা থাকলে করে দেখাক।''
রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের গোপালপুর পশ্চিম পল্লী ১০৮ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠানে উপস্থিত হন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই তাপস রায়ের হুঁশিয়ারি নিয়ে প্রশ্নের মুখে শুভেন্দু বলেন, ''ক্ষমতা থাকলে করে দেখাক। ওদের উপরেও অনেক লোক আছে। ভারতের বিচার ব্যবস্থা এখনও মরে যায়নি। আমাকে সাসপেন্ড করছিল, প্রত্যাহার করতে হল কেন? ভারতের বিচার ব্যবস্থা এখনও জিন্দা আছে।''
আরও পড়ুন: এবার ঘরে বসেই কাটুন মেট্রোর টিকিট, দারুণ সুযোগ! আর স্টেশনে লাইন দেবেন কেন?
এছাড়াও শুভেন্দু বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম পরিবর্তন করেন। এই স্কিমের সত্যতা মানুষের কাছে তুলে ধরেছি। এই স্কিম ভারত সরকারের স্কিম। ভারত সরকার ৬০ শতাংশ দেয়, রাজ্য সরকার ৪০ শতাংশ দেয়। ২১-২২ সালে এরা টাকা খরচ করতে পারেনি। আর এত মিথ্যা কথা বলে ক্রেডিট নেওয়ার দরকার কী! সেই কারণেই তো বাংলা আবাস যোজনা মুছে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হচ্ছে। বাংলা সড়ক যোজনা মুছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে দুয়ারে দরকার করে পঞ্চায়েতে টিকতে চাইছে। এই রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় বসে চুরি ডাকাতি ছাড়া আর কিছু করেনি।''
আরও পড়ুন: কমব্যাট ফোর্সের ইউনিফর্ম দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের! বিরাট আশঙ্কা শুভেন্দু অধিকারীর
উল্লেখ্য়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইতিপূর্বে বিধানসভায় বিরোধী দলনেতার সাসপেনশন রোধ হয়েছিল। সেই সময় শুভেন্দুর হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। যদিও বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের খোঁচা, ''তৃণমূল আসলে শুভেন্দুর ভূত দেখছে। ওঁরা কথায় কথায় বুঝিয়ে দিচ্ছে শুভেন্দু কতটা প্রাসঙ্গিক। ওঁর রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে তৃণমূলই।'' আর এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী নিজেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Suvendu Adhikari, Tapas Roy, TMC