হোম /খবর /কলকাতা /
অভিষেকের এক মিটিং নিয়েই এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, সময় দিলেন ৭ দিন!

Suvendu Adhikari: অভিষেকের একটি মিটিং নিয়েই এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর, সময় দিলেন ৭ দিন!

মিটিং নিয়ে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

মিটিং নিয়ে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: শনিবার ডায়মন্ড হারবারে রিভিউ মিটিং করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে এলাকার উন্নয়নের বিভিন্ন কাজ খতিয়ে দেখেন অভিষেক। তা নিয়েই তোপ দাগেন শুভেন্দু অধিকারী।

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ট্যুইট করে শুভেন্দু অধিকারী লেখেন, ''কেন শনিবার শুধুমাত্র ডায়মন্ড হারবারে রিভিউ মিটিং করা হল? বাকি ৪১ টি লোকসভা কেন্দ্রে কেন নয়? আমি চাই বাকি ৪১ টি লোকসভা কেন্দ্রেও সংশ্লিষ্ট জেলা শাসকরা রিভিউ মিটিং এর ব্যবস্থা করুক। সাত দিন অপেক্ষা করব। না হলে আদালতে মামলা করব।'' মুখ্য সচিবকে নিশানা করে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

শনিবার ডায়মন্ড হারবারে রিভিউ মিটিং করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে এলাকার উন্নয়নের বিভিন্ন কাজ খতিয়ে দেখেন অভিষেক। কাজের অগ্রগতি এবং যে সমস্ত প্রকল্প হয়েছে সেই সমস্ত প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। এবার সেই বৈঠক নিয়েই সরব হলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: এগরোল ভালবাসেন? কলকাতার সেরা এগরোল কোথায়, রইল ৫ ঠিকানা! তৃতীয় নামটিই চমক

ট্যুইটে তাঁর প্রশ্ন, কেন শুধুমাত্র ডায়মন্ডহারবার কেন্দ্রে রিভিউ মিটিংয়ের ব্যবস্থা করা হল? এ রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে কেন শুধু ডায়মন্ড হারবার? ওই জেলাতেই আরও তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে। মথুরাপুর, জয়নগর এবং যাদবপুর। সেই সমস্ত কেন্দ্রে কেন করা হল না রিভিউ মিটিং? এই প্রশ্ন তুলে মুখ্য সচিবকে নিশানা করেই এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বাকি ৪১ টি লোকসভা কেন্দ্রে রিভিউ মিটিং করার কথা জানিয়ে মুখ্য সচিবকে নিশানা করে ট্যুইটে ডায়মন্ড হারবারের গতকালের প্রশাসনিক বৈঠকের ছবি, বেশকিছু সরকারি নথি তুলে ধরে প্রশাসনকে সাত দিন সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা। সাত দিনের মধ্যে যদি বাকি ৪১টি লোকসভা কেন্দ্রে রিভিউ মিটিং করার ব্যাপারে উদ্যোগী না হয় সংশ্লিষ্ট প্রশাসন তাহলে এই মর্মেই জনস্বার্থ মামলা করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।

আরও পড়ুন: যা ভাবছিলেন, তা নয়! বাংলার আবহাওয়ায় এবার বিরাট পরিবর্তন! ফের শীতের স্পেল?

এ রাজ্যে গণতন্ত্র চলছে? নাকি কর্তৃত্ববাদী রাজতন্ত্র চলছে? নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেও ট্যুইটে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। শনিবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিভিউ মিটিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন,' উনি আর পাঁচ জনের মতোই একজন সাংসদ। জেলাশাসক ও অন্যান্য সরকারি আধিকারিকদের নিয়ে সভা করতে পারেন না উনি। উনি কে, যে ওনার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে? মনে হচ্ছে বাংলায় রাজতন্ত্র শুরু হয়ে গেছে'।

Published by:Suman Biswas
First published:

Tags: Abhishek Banerjee, Bengal BJP, Suvendu Adhikari