#কলকাতা: নন্দীগ্রাম মামলায় নয়া মোড়। শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, এই যুক্তি দেখিয়েই নন্দীগ্রাম ইলেকশন পিটিশন দেশের অন্য যে কোনও হাইকোর্টে স্থানান্তরের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। আজ, বুধবারই প্রথমার্ধে শীর্ষ আদালতে এই মামলা দায়ের করেন নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী।
তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দের উপর অনাস্থা জানিয়ে মামলা ছাড়ার আবেদন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে ৭ জুলাই নির্দেশ দেন বিচারপতি চন্দ। আর্জি মেনে মামলাটি ছেড়ে দিলেও ওই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে জরিমানার কথাও জানান বিচারপতি চন্দ।
বিচারপতি কৌশিক চন্দের পর্যবেক্ষণ ও নির্দেশকে হাতিয়ার করেই সুপ্রিম লড়াইয়ে রাজ্যের বিরোধী দলনেতা। দেশের অন্য যে কোনও হাইকোর্টে মামলা স্থানান্তর চাওয়ার অন্যতম কারণ হিসেবে আবেদনে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম ইলেকশন পিটিশনের সুবিচার হবে না৷ পাশাপাশি আবেদনে আরও বলা হয়েছে, হাইকোর্টের বিচারপতিদের উপরে প্রভাব খাটানোর চেষ্টার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
নিয়ম অনুযায়ী বিধানসভা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করা মামলার শুনানি হবে হাইকোর্টে। হাইকোর্ট ইলেকশন পিটিশনের উপরে কোনও নির্দেশ দান করলে তা চ্যালেঞ্জ করা যাবে সুপ্রিম কোর্টে। এক্ষেত্রে নন্দীগ্রাম বিধানসভার ভোটের ফলে কারচুপির অভিযোগে করা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে আবেদন নিয়ম মেনে করা হয়েছে। বিচারপতি শম্পা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশন গ্রহণ করেছেন বুধবারই। পদ্ধতি মেনে মামলা দায়ের হয়েছে বলে ভরা আদালতে জানান বিচারপতি সরকার। নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি-র জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশ ধরাতে নির্দেশও দিয়েছে এদিন আদালত। তবে সেই নির্দেশ দেওয়ার দিনেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী।
শীর্ষ আদালতের আবেদনে তাঁর যুক্তি, বিচারপতি কৌশিক চন্দ নির্দেশনামায় লিখছেন, 'নন্দীগ্রাম মামলায় বিচার বাঁচানোর নামে কিছু সুবিধাবাদী ঢুকে পড়েছে, এদের উদ্দেশ্য সফল হতে দেওয়া যায়না।' পর্যবেক্ষণের এই অংশটিকেই হাতিয়ার করছেন শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহে শুভেন্দু অধিকারীর এই আবেদনের শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Mamata Banerjee, Nandigram, Suvendu Adhikari, TMC