হোম /খবর /কলকাতা /
EXCLUSIVE: বড় চমক বিজেপির! সোমবার সুকান্ত-শুভেন্দুর বিশেষ এই বৈঠকেই নজর সকলের

EXCLUSIVE: বড় চমক বিজেপির! সোমবার সুকান্ত-শুভেন্দুর বিশেষ এই বৈঠকেই নজর সকলের

ফাইল ছবি

ফাইল ছবি

কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর সঙ্গে দেখা করবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • Share this:

#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও ওয়েব পোর্টাল চালু করা হোক। এই আবেদন জানিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করতে চলেছেন বঙ্গ বিজেপির অন্যতম দুই নেতা সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।

আগামী সোমবার ১৯ ডিসেম্বর দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর সঙ্গে দেখা করবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা চাই কোনও রং দেখে নয়, স্বচ্ছ তালিকা তৈরি করা হোক। এতদিন কারা বাড়ি পাবেন, তা কোনও রকম নিয়ম কানুন ছাড়াই, নির্দিষ্ট ১৭ দফা গাইডলাইন অমান্য করে মোটা টাকার বিনিময়ে তৃণমূলীরা ঠিক করে দিয়েছিল। রাজ্য সরকার স্বচ্ছ তালিকা তৈরি করার প্রতিশ্রুতি দিলেও সেই প্রচেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে শাসকদলের দুর্নীতিগ্রস্ত নেতারা।"

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। আগামী সোমবার দিল্লিতে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর সঙ্গে সুকান্ত-শুভেন্দুর বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেন, "ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সরাসরি গরিব মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। পঞ্চায়েতের মাধ্যমে সেই টাকা বন্টন হবে না। আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।"

আরও পড়ুন, চাপ বাড়াচ্ছে তৃণমূল! সংসদে এই বিষয় নিয়ে সরব দলের একের পর এক সাংসদ

বিরোধী দলনেতা আরও বলেন, "কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা আবেদন করব, প্রধানমন্ত্রী কিষান নিধি সম্মানের মতো পোর্টাল চালু করে নির্দিষ্ট নিয়ম মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের ব্যবস্থা করার। পোর্টালের মাধ্যমে যাঁরা আবেদন করবেন, তার নজরদারিতে থাকবেন কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিরা। সঠিক নিয়ম মেনে আবেদন করা হয়েছে কিনা, তা যাচাই করে যৌথ তদন্তের মাধ্যমেই যেন প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ তালিকা তৈরি করা হয়। সে ব্যাপারেও আমরা দিল্লির বৈঠকে গিরিরাজ সিংয়ের দৃষ্টি আকর্ষণ করব। পাশাপাশি পুরনো তালিকা বাতিল করার দাবিও জানাব। "

আরও পড়ুন, 'স্বৈরাচার অন্ধকার পরিস্থিতি!' মেডিক্যাল পড়ুয়াদের দাবিকে সমর্থন রাহুলের

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা চাই প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত হোক আসল উপভোক্তারা। কিন্তু এ ক্ষেত্রেও দেখা যাচ্ছে ব্যাপক দুর্নীতি হয়েছে। সোমবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর সঙ্গে আমি এবং শুভেন্দুবাবু দেখা করব। তৃণমূলের নেতারা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরির ব্যাপারে কোনও রকম নাক গলাতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানাব। পুরনো অস্বচ্ছ তালিকা বাতিল করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার আসল প্রান্তিক মানুষজন যাতে উপকৃত হন, সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর কাছে বাংলার মানুষের স্বার্থে প্রয়োজনীয় দাবি জানাব।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: BJP, Sukanta Majumdar, Suvendu Adhikari, TMC, তৃণমূল, বিজেপি