হোম /খবর /কলকাতা /
দলের ভোটগ্রহণে কেন ‘সরকারি কর্মচারী’কে ব্যবহার! এবার বিস্ফোরক দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: দলের ভোটগ্রহণে কেন ‘সরকারি কর্মচারী’! ট্য়ুইট করে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু

শুভেন্দুর সওয়াল, একদিকে যখন বকেয়া ডিএ'র দাবিতে সরকারি কর্মচারীরা প্রতিবাদ আন্দোলন করছেন, তখন দলের কাজে সরকারি কর্মচারীদের ব্যবহার করছে শাসকদল।

  • Share this:

কলকাতা: পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের দলীয় ভোটের কাজে নাকি লাগানো হচ্ছে সরকারি কর্মচারীদের৷ বুধবার ট্যুইটে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি নামের তালিকা ও সরকারি কর্মচারীদের ছবি তুলে ধরে ট্যুইট করলেন শুভেন্দু।

নিজের ট্যুইটে শুভেন্দু দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের দলের কাজে শুধুমাত্র পুলিশকর্মীদেরই নন, সরকারি কর্মচারীদের একাংশকেও ‘ব্যবহার’ করছেন৷

শুভেন্দু অধিকারীর ট্যুইটে কয়েকজন সরকারি কর্মচারীর ছবি চিহ্নিত করে প্রকাশ করা হয়েছে৷ পোস্ট করা হয়েছে একটি নামের তালিকা ও ফোন নম্বরও৷ শুভেন্দুর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের দলীয় কর্মসূচিতে তৃণমূলের অভ্যন্তরীণ ভোট পরিচালনা করার জন্য নাকি ‘প্রিসাইডিং অফিসার’ হিসেবে নিযুক্ত করা হয়েছে সরকারি কর্মীদের।

আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীর আবহে ‘রাজনৈতিক সভা’ ঘিরে ধন্দ! তাই কি কাটছাঁট অমিত শাহের সফরে?

আরও পড়ুন: দণ্ডি-কাণ্ডের মহিলাদের সঙ্গে অভিষেকের কথা! ‘ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা’ বলছে বিজেপি

শুভেন্দুর সওয়াল, একদিকে যখন বকেয়া ডিএ'র দাবিতে সরকারি কর্মচারীরা প্রতিবাদ আন্দোলন করছেন, তখন দলের কাজে সরকারি কর্মচারীদের ব্যবহার করছে শাসকদল।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ২ মাস ধরে জেলায় জেলায় জনসংযোগ যাত্রা সারছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই বিশেষ কর্মসূচির মাধ্যমেই তাঁদের মধ্যে থেকে তাঁদেরই সমর্থনে নির্বাচন করা হবে পঞ্চায়েত ভোটের প্রার্থী৷ প্রতিটি জায়গায়, গ্রামে গ্রামে আয়োজিত শিবিরে নিজেদের পছন্দের প্রার্থীর নাম ব্যালট পেপারে লিখে ভোট দিচ্ছেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই দলীয় ভোটেই নাকি কাজে লাগানো হয়েছে সরকারি কর্মচারীদের৷

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Suvendu Adhikari