হোম /খবর /কলকাতা /
সোশ্যাল মিডিয়ায় ‘ধন্যবাদ’ কেন লিখলেন সুপ্রিয় ?

Supriya Chanda: রাজ্য, জেলা কমিটিগুলির সভাপতি ও সদস্যদের নাম ঘোষণা তৃণমূল ছাত্র পরিষদের, সোশ্যাল মিডিয়ায় ‘ধন্যবাদ’ কেন লিখলেন সুপ্রিয় ? 

সোশ্যাল মিডিয়ায় ‘ধন্যবাদ’ কেন লিখলেন সুপ্রিয় ? 

সোশ্যাল মিডিয়ায় ‘ধন্যবাদ’ কেন লিখলেন সুপ্রিয় ? 

ছাত্র সংগঠনের তালিকায় নাম নেই প্রেসিডেন্সির প্রাক্তনীর। 

  • Share this:

আবীর ঘোষাল, কলকাতা: তরুণ মুখ ৷ দলের মুখপাত্র ৷ প্রায় প্রতিদিন বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে দেখা যায় দলের বিভিন্ন বক্তব্য তুলে ধরতে। দলের মুখপাত্র ছাড়াও, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক ছিলেন ৷ সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দলের ছাত্র পরিষদের বিভিন্ন পদাধিকারীদের তালিকা। আশ্চর্যজনক ভাবে সেই তালিকায় নাম নেই সুপ্রিয় চন্দের ৷ আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

তাহলে কি দলের পক্ষ থেকে কোনও কঠোর সিদ্ধান্ত নেওয়া হল। নাকি আগামী দিনে অন্য কোনও পদে দেখা যাবে তৃণমূলের এই নতুন মুখকে। আগামী সপ্তাহেই তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সমাবেশ। তার আগে দলের ছাত্র সংগঠন থেকে পরিচিত মুখ বাদ যাওয়ায় শুরু হয়েছে আলোচনা।সন্ধ্যা নাগাদ, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রকাশ করা হয় ছাত্র পরিষদের সংগঠন। জেলা ভিত্তিক দায়িত্বে যারা রয়েছেন তাদের নামও ঘোষণা করে দেওয়া হয়। যদিও সুপ্রিয়র নাম না থাকায়, জল্পনা চলতে থাকে ৷ বারবার সুপ্রিয়কে ফোন করেও এর জবাব মেলেনি ৷ যদিও প্রেসিডেন্সির এই প্রাক্তনী রাতে তাঁর ফেসবুকে পোস্ট করেন ‘ধন্যবাদ’ লিখে ৷

সেই পোস্টের কমেন্ট বক্সেও একাধিক জন জানতে চেয়েছেন কেন তিনি নেই ছাত্র পরিষদের সংগঠনে। অনেকেই আবার উল্লেখ করেছেন তাঁর পাশে আছেন। এরই মধ্যে ফেসবুকে নিজের প্রোফাইলের কভার বদল করেন। সেখানে লেখা আছে, "রাজনীতি বদল কর, এই দুনিয়াকে নয়।" এর পরেই অবশ্য রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হচ্ছে।

আরও পড়ুন- নজরে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক! আজ বগটুই কাণ্ডের বর্ষপূর্তিতে তৃণমূল-বিজেপি-সিপিআইএমের শহিদ স্মরণ

সুপ্রিয়র নাম না থাকা প্রসঙ্গে মুখ খোলেননি দলের কেউই ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানিয়েছেন, সামনের সপ্তাহে সংযোজিত তালিকা প্রকাশ হতে পারে। তবে সেই তালিকায় সুপ্রিয়র নাম থাকবে কিনা তা নিয়ে কেউই কিছু জানেন না। সাম্প্রতিক অতীতেও, যুব সংগঠনের ঘোষণার সাথে সাথে দেখা গিয়েছিল, নাম নেই দেবাংশু ভট্টাচার্যর। তা নিয়েও তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়। যদিও দেখা যায়, দেবাংশুকে দল অন্য দায়িত্ব দিয়েছে। তৃণমূল কংগ্রেসের আইটি সেল দেখছে সে ৷ তাহলে কি আগামী দিনে, এমন কিছু অপেক্ষা করা আছে সুপ্রিয়র জন্য? তীব্র জল্পনা।।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: TMC, TMCP, Trinamool Congress