#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বিজেপি ৷ রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও রকম হস্তক্ষেপ করবে না আদালত, পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ শুধু তাই নয়, ভোট নিয়ে বিজেপির কোনও রকম বক্তব্য থাকলে রাজ্য নির্বাচন কমিশনকে তা বলার পরামর্শও দেয় আদালত ৷ পঞ্চায়েত ভোট সংক্রান্ত একাধিক দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি ৷ অনলাইনে প্রার্থীদের মনোনয়ন পেশের অনুমতি, মনোনয়নের সময়সীমা বৃদ্ধি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট ইত্যাদি বেশ কয়েকটি দাবি ছিল তাদের ৷
আরও পড়ুন: কেন তৃণমূলকে সমর্থন ? মনু সিংভিকে ‘গো ব্যাক’ স্লোগান বিমানবন্দরে
রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলে ৫ তারিখ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিজেপি। গত শুক্রবার সর্বোচ্চ আদালতে বিচারপতি আর কে অগ্রবাল ও বিচারপতি অভয় মনোহর সাপ্রের বেঞ্চে মামলার শুনানি হয় এই মামলার শুনানি হয় ৷ এরপর আজ রায় দেয় আদালত ৷ আজই পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election, Supreme Court, West bengal