• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • আর মাত্র কয়েক কিলোমিটার, আসছে তেড়ে ‘আমফান’, ঝড়ের এই মুহূর্তের অবস্থান জেনে নিন

আর মাত্র কয়েক কিলোমিটার, আসছে তেড়ে ‘আমফান’, ঝড়ের এই মুহূর্তের অবস্থান জেনে নিন

একে করোনা-ঝড়ে হিমশিম খাওয়ার অবস্থা। তার মধ্যেই আরেক বিপদ ঘূর্ণিঝড় আমফান।

একে করোনা-ঝড়ে হিমশিম খাওয়ার অবস্থা। তার মধ্যেই আরেক বিপদ ঘূর্ণিঝড় আমফান।

একে করোনা-ঝড়ে হিমশিম খাওয়ার অবস্থা। তার মধ্যেই আরেক বিপদ ঘূর্ণিঝড় আমফান।

 • Share this:

  #কলকাতা: যত সময় যাচ্ছে এ রাজ্যের ততই কাছে এসে পড়ছে ‘সুপার সাইক্লোন’ আমফান ৷ মঙ্গলবার রাত সাড়ে আটটায় দেওয়া শেষ রিপোর্টে আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা থেকে মাত্র ৫১০ কিমি দূরে রয়েছে আমফান ৷ ওড়িশার বন্দর শহর পারাদ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে যখন আছড়ে পড়বে, তখন ঝড়ের গতিবেগ হবে ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এমনকী, তা ১৮৫ কিমিও ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে হবে প্রবল জলোচ্ছ্বাস এবং ঝড়-বৃষ্টি ৷ আগামিকাল, বুধবার সারাদিনই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে ৷

  আমফানের LIVE অবস্থান  জানতে ক্লিক করুন----> AMPHAN

  এদিকে ঝড়ের আগে ঝড়ের গতিতে প্রস্তুতি রাজ্যে। ঘূর্ণিঝড় আমফান আসার আগে সতর্ক প্রশাসন। বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। সাবধান করে কলকাতার বিভিন্ন এলাকা ও বাবুঘাটে গঙ্গার ধারে এদিন মাইকিং করে কলকাতা পুলিশ। নবান্নের কন্ট্রোল রুম থেকে নজরদারি করবেন মুখ্যমন্ত্রী। নজরদারি চলছে পুরসভার কন্ট্রোল রুম থেকেও।

  একে করোনা-ঝড়ে হিমশিম খাওয়ার অবস্থা। তার মধ্যেই আরেক বিপদ ঘূর্ণিঝড় আমফান। ঝড় আসার আগেই ঝড়ের গতিতে প্রস্তুত পুলিশ- প্রশাসন। কলকাতার বিভিন্ন এলাকায় নাগরিকদের সতর্ক করতে মঙ্গলবার মাইকিং করে কলকাতা পুলিশ।

  Published by:Siddhartha Sarkar
  First published: