#কলকাতা: সোমবারে কলকাতার ব্যস্ত ছবি উধাও। সপ্তাহের প্রথম দিন সকাল নটার ময়দান ফাঁকা। গরমের দাপটে ঘরবন্দি মানুষ। তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখি ৷ কলকাতায় আজ উষ্ণতম দিন ৷ এদিন তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি ৷ বৃষ্টির সম্ভাবনা তো দূরের কথা ৷ বরং আগামী দু’দিন চলবে তাপপ্রবাহ ৷
আরও পড়ুন: কলকাতায় আজ উষ্ণতম দিন, তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি, আগামী দু’দিন চলবে তাপপ্রবাহ
কচিকাচাদের হাল আরও খারাপ। গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে। এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক। কিন্তু প্রথমদিনই কামাই? অগত্যা ঘেমেনেয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: যে পাঁচটি কারণে এই নজিরবিহীন তাপপ্রবাহ, কী বলছেন বিশেষজ্ঞরা?
প্রচন্ড গরমের জেরে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ ২০ জুন থেকে গরমের ছুটি বেড়ে হল ৩০ জুন ৷ সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ বেসরকারি স্কুলে ছুটি ঘোষণার আবেদন জানানো হয়েছে সরকারের তরফে ৷
আরও পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, দেখে নিন কোন জেলার কী অবস্থা
গরমের কলকাতায় এখন সর্বত্র চাতকের দৃষ্টি। আষাঢ়ের দাবদাহ থেকে মুক্তি কবে? হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে শহরবাসী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heat Wave, Summer Vacation, Summer Vacation extended, Weather forecast. weather update