হোম /খবর /কলকাতা /
'তিহাড়ে হবে তৃণমূলের পার্টি অফিস', শাসকদলকে ফের চড়া সুরে নিশানা সুকান্তর

Suvendu Adhikari: 'তিহাড়ে হবে তৃণমূলের পার্টি অফিস', শাসকদলকে ফের চড়া সুরে নিশানা সুকান্ত-শুভেন্দুর

দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার পর লোকসভা। তার আগে থেকেই গরম হতে শুরু করেছে বঙ্গ রাজনীতির হাওয়া। আক্রমণ। পাল্টা আক্রমণ। এভাবেই বাগযুদ্ধে গরম বাংলার রাজনীতি। 

  • Share this:

কলকাতা: বাগযুদ্ধে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। একদিকে দিল্লি অচলের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, দুর্নীতিগ্রস্তদের জেলে ভরার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর সপ্তমে তুলে সুকান্ত মজুমদারকে বলতে শোনা গেল, "দিল্লিতে গিয়ে আন্দোলন করার দরকার নেই। দিল্লিতে নিয়ে গিয়ে তিহাড়ে ভরবে। তিহাড়ই হবে তৃণমূলের পার্টি অফিস।"

মার্চের গরম। তার থেকেও যেন বেশি গরম বঙ্গ রাজনীতিতে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে গত বুধবার শহিদ মিনারের সভা থেকে 'দিল্লি অচল' করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বলেছিলেন, "একাই যাব। দিল্লি অচল করে দেখাব।"

আরও পড়ুন: বাম এবং তৃণমূলকে একসারিতে রেখে জোড়াল আক্রমণ শুভেন্দুর, বললেন, 'যা ইহা, তাই উহা'

অভিষেকের সেই মন্তব্যকেই পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষরা। অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তের মন্তব্য, "তিহাড়ই হবে তৃণমূলের পার্টি অফিস। অপেক্ষা করুন। সেই দিন আর বেশি দূরে নেই।" শুভেন্দু-দিলীপদের কথায়, "কেন্দ্রীয় প্রকল্পের টাকায় পুকুর চুরি যাঁরা করেছেন, যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁরা কেউ ছাড় পাবেন না।"

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর! আবারও নেওয়া হবে 'টেট', ইন্টারভিউ প্রক্রিয়ার মাঝেই শুরু তোড়জোড়

একাধিক দুর্নীতি মামলায় বঙ্গে তৎপর ইডি-সিবিআই। এই প্রসঙ্গে গত বুধবার শহিদ মিনারের সভায় আক্রমণ শানান অভিষেক। বলেছিলেন, "অভিযোগ থাকলে ইডি-সিবিআই লাগাতে হবে না। ফাঁসির মঞ্চে উঠে যাব।" অভিষেকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর পাল্টা মন্তব্য, "চোরেদের টুঁটি টিপে ধরেছে কেন্দ্রীয় এজেন্সি। তিহাড়ে গিয়েছে। আরও যাবে।"

দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার পর লোকসভা। তার আগে থেকেই গরম হতে শুরু করেছে বঙ্গ রাজনীতির হাওয়া। আক্রমণ। পাল্টা আক্রমণ। এভাবেই বাগযুদ্ধে গরম বাংলার রাজনীতি।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Abhishek Banerjee, Suvendu Adhikari