হোম /খবর /কলকাতা /
বায়রনকে ‘তৃণমূলের লোক’ বলায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্তর

বায়রন বিশ্বাসকে ‘তৃণমূলের লোক’ বলায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্তর

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

সাগরদিঘি উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস প্রসঙ্গে অধ্যক্ষ দাবি করে বলেন, ‘‘বায়রন বিশ্বাস তাঁকে বলেছেন তিনি তৃণমূলেরই লোক।’’ আর এই বক্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাগরদিঘি উপনির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস প্রসঙ্গে অধ্যক্ষ দাবি করে বলেন, ‘‘বায়রন বিশ্বাস তাঁকে বলেছেন তিনি তৃণমূলেরই লোক।’’ আর এই বক্তব্যের পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘ওনার কথা শুনে মনে হচ্ছে উনি বিধানসভা নামক একটি জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি। একজন অধ্যক্ষের নিরপেক্ষ থাকা উচিত। কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয় সেই সামান্য ধারনাটুকুও ওনার নেই।’’ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘‘লোকসভার অধ্যক্ষের কাছ থেকে এই ধরনের কোনও বক্তব্য কোনও দিন শোনা গিয়েছে কিনা আমাদের জানা নেই। কিন্তু বিধানসভার অধ্যক্ষ অতীতেও নিজের নিরপেক্ষতা বজায় রাখার প্রশ্নে তিনি সম্পূর্ণ অপদার্থ।’’

আরও পড়ুন-আজ শুরু উচ্চ মাধ্যমিক, পূর্ব বর্ধমানের ছয় কেন্দ্রে বসছে মেটাল ডিটেক্টর

বলা বাহুল্য, শনিবার বিস্ফোরক দাবি করেন বিধানসভার স্পিকার। বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য ছিল, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয়ী প্রার্থী নাকি তৃণমূলেরই। তিনি নিজেই নাকি এই কথা জানিয়েছেন বিধানসভার স্পিকারকে। একুশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের কোনও বিধানসভায় পা রাখতে পারেননি। একমাত্র আইএসএফ-এর নওশাদ সিদ্দিকিই জিতেছিলেন ভাঙড় কেন্দ্র থেকে। তার পরে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস।এবারের বিধানসভায় অধীর চৌধুরীর কংগ্রেসের একমাত্র প্রতিনিধি।

আরও পড়ুন- ‘বীরু’ চরিত্রটি না-পসন্দ ছিল ধর্মেন্দ্রর! সেই চরিত্রটিকেই কীভাবে পর্দায় অমর করে দিলেন সুদক্ষ এই অভিনেতা

সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পরে শনিবার প্রথম বিধানসভায় আসেন বায়রন বিশ্বাস। বাম–কংগ্রেস জোটের প্রতিনিধি হিসাবে বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে কিছুক্ষণ আলোচনার পর তিনি বেরিয়ে যান। এরপরই বাইরন নিয়ে বিস্ফোরক দাবি করেন অধ্যক্ষ।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Biman Banerjee, West Bengal Assembly