ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘পুলিশ যখন তাঁকে গ্রেফতার করেছে নিশ্চয়ই তার কোনও কারণ আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্পর্কে কোনও মন্তব্য করার আগে ভেবে মন্তব্য করা উচিত। আমরা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যখন কোনও মন্তব্য করি তখন কোনও কুরুচিকর মন্তব্য করি না। কারণ উনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নন, উনি সবার মুখ্যমন্ত্রী। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন, উনি গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে মতপার্থক্য কিংবা রাজনৈতিক বিরোধ কারও থাকতেই পারে, কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে কোনও মন্তব্য করার আগে ভেবে মন্তব্য করাই উচিত।’’ কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার করা প্রসঙ্গে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন- মুরলীধর সেন লেন থেকে সরে সেক্টর ফাইভ, বদল হতে চলেছে রাজ্য বিজেপি দফতরের
প্রসঙ্গত, একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ‘ভুল’ বলে ফেলেছিলেন পবন খেরা। সেখান থেকেই শুরু শোরগোল। গতকাল, বৃহস্পতিবার সকাল থেকে যে পবন খেরাকে নিয়ে উত্তপ্ত হয় দেশের রাজধানী, অবশেষে, প্রধানমন্ত্রীর অবমাননা মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।বৃহস্পতিবার সকালে আরও ৫০ জন দলীয় সমর্থকের সঙ্গে ছত্তিসগঢ়ের রায়পুরে কংগ্রেসের প্লেনারি মিট-এ যোগ দিতে যাচ্ছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। কিন্তু, অভিযোগ, বিমানে উঠে যাওয়ার পরেই তাঁকে বিমান থেকে নামিয়ে নিয়ে যান বিমানবন্দরের কর্মীরা। তারপরেই তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ।
জানা যায়, পবনের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও তিনি বিমানে রায়পুর যাচ্ছিলেন। সেই কারণেই গ্রেফতারি। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে মন্তব্য করতে গিয়ে কংগ্রেস মুখপাত্র পবন খেরাকে বলতে শোনা গিয়েছিল, ‘‘যদি নরসিমা রাও জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করতে পারেন, যদি অটল বিহারী বাজপেয়ী করতে পারেন, তাহলে নরেন্দ্র গৌতম দাস...সরি, দামোদরদাস...মোদি কেন করতে পারবেন না?’’
এর পরেই বিজেপি অভিযোগ তোলে কংগ্রেস নেতা ইচ্ছে করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর নাম ভুল বলেছেন। সারা দেশের একাধিক জায়গায় কংগ্রেস নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। অসমেও পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক বিজেপি নেতা। সেই নেতার অভিযোগের ভিত্তিতেই এদিন গ্রেফতার করা হয়েছিল পবনকে। যদিও শেষ পর্যন্ত আদালতের নির্দেশে পবন খেরার জামিন মঞ্জুর করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Sukanta Majumdar