কলকাতা: অ্যাডিনো ইস্যুতে কড়া ভাষাতে রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। তাদের আগাম প্রস্তুতি নেই। দূরদর্শিতা নেই। গোরক্ষপুরে প্রতিবছর শিশু মৃত্যু হত, তারা নতুন করে ভেবে তা আটকেছে। উত্তরপ্রদেশ পারলে বাংলা পারবে না কেন? রাজ্য সরকারের মনে হচ্ছে কিছু যায় আসে না। ভ্রুক্ষেপ নেই। আর কয়েক দিন গেলে মুখ্যমন্ত্রী বলবেন হয়তো একজন শিশুও মারা যায়নি। ডেঙ্গিতে যেমন ডেঙ্গি লেখা হয় না ঠিক সেভাবেই। একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে অথচ মৃত্যুমিছিল ঠেকাতে সামান্যতম পরিকাঠামো নেই। মুখ্যমন্ত্রী অসংবেদনশীল।"
অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক যত বাড়ছে, ততই বেলেঘাটার বি সি রায় ভর্তি বাড়ছে রোগীদের। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে অসুস্থ শিশুদের ভিড় উপচে পড়ছে হাসপাতালে। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃত্যু মিছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, বি সি রায় হাসপাতালে মোট ৪০টি আইসিইউ বেড রয়েছে। সেগুলির সবকটিই এখন ভর্তি। এমনকী আইসিইউ বেডে জায়গা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে প্রচুর সংখ্যক শিশু। আইসিইইউ বেড না পাওয়ায় তাদের অবস্থা আরও কাহিল হচ্ছে।
অ্যাডিনো ভাইরাসের শিকার হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। রাজ্য বিজেপির দাবি, "শিশু মৃত্যু ঠেকাতে রাজ্যের এই মুহূর্তে উপযুক্ত পরিকাঠামো নেই। যেখানে শিশুদের মৃত্যুমিছিল চলছে সেখানে রাজ্য সরকার বলছে চিন্তার কোনও কারণ নেই। তাই এই ধরনের অমানবিক সরকারের আচরণ নিন্দনীয়।"
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "শিশু মৃত্যু নিয়ে প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে। এই মুহূর্তে রাজ্যের শিশুদের চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সরকারি হাসপাতালে বেডের আকাল। যেভাবে শিশু মৃত্যু নিয়ে অসত্য তথ্য সরবরাহ করছে স্বাস্থ্য দফতর তা এককথায় নিন্দার।"
আরও পড়ুন, নজরে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক,সাগরদিঘির ভোটের ফলাফলকে হাতিয়ার করে বড় পরিকল্পনা BJP
আরও পড়ুন, 'এপাং ওপাং ঝপাং'...! সুকান্ত মজুমদারের মুখে হঠাৎ মমতার কবিতার লাইন! যা লিখলেন...
শিশুর শরীরে দানা, জ্বর এবং শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গ নিয়ে রাজ্যে একের পর এক শিশুর মৃত্যুতে উদ্বিগ্ন অভিভাবক মহল। গভীর চিন্তার কারণ হয়ে উঠছে প্রশাসনেরও। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত খোঁজ নিচ্ছেন এ ব্যাপারে। শিশুদের চিকিৎসায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে যাতে কোনও রকমের গাফিলতি না করা হয়, তা নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলার হাসপাতালগুলির রেফার নিয়েও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী।ভেঙ্কটেশ্বর লাহিড়ী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Sukanta Majumdar