হোম /খবর /কলকাতা /
নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে আজ দাড়িভিট যাচ্ছেন সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে আজ দাড়িভিট যাচ্ছেন সুকান্ত মজুমদার

নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে আজ দাড়িভিট যাচ্ছেন সুকান্ত মজুমদার

নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে আজ দাড়িভিট যাচ্ছেন সুকান্ত মজুমদার

নিহত দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন সুকান্ত মজুমদার। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উর্দু নয়, বাংলা শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের।

আরও পড়ুন...
  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে আজ, শনিবার দাড়িভিট যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিহত দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন সুকান্ত মজুমদার। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উর্দু নয়, বাংলা শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের।

পরিবার এবং স্থানীয়দের অভিযোগ ছিল, ‘‘পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুই ছাত্রের।  ইতিমধ্যেই সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতেই আজ, শনিবার দাড়িভিট যাচ্ছেন সুকান্ত মজুমদার। বেলা দেড়টা নাগাদ নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করবেন বঙ্গ পদ্ম সেনাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন– ছাত্রকে গরুর রচনা লিখতে দিয়েছিলেন! যা পড়ে কপাল চাপড়াচ্ছেন শিক্ষক! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল

সুকান্ত মজুমদার বলেন, ‘‘ আমরা প্রথম দিন থেকেই বলে আসছি পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে দুই ছাত্রের। কিন্তু রাজ্য পুলিশ ঘটনা ধামাচাপা দিতে চাইছিল। অবশেষে ঘটনার তদন্তভার আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র হাতে তুলে দিয়েছে। রাজ্য পুলিশের ওপর যেমন পরিবারের ভরসা ছিল না তেমনি আমাদেরও ভরসা ছিল না। এনআইএ তদন্তভার নেওয়ায় এবার সঠিক বিচার হবে। আমরা প্রথম দিন থেকেই পরিবারের পাশে ছিলাম। আগামী দিনেও থাকব।’’

উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর দাড়িভিট স্কুলে উর্দু নয়, বাংলা বিষয়ক শিক্ষক চাই, এই দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলে। তারই মাঝে দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ। আর সেই গুলিতে মৃত্যু হয় তাপস বর্মন ও রাজেশ সরকার নামে দুই ছাত্রের। আর এই ঘটনার প্রায় পাঁচ বছর পর এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা একই সঙ্গে নির্দেশে জানিয়েছেন, ‘‘ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে ।’’ বোমা বিস্ফোরণেরও অভিযোগ ছিল বলেই এনআইএ তদন্ত বলে জানান বিচারপতি মান্থা।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bengal BJP, West Bengal BJP