Home /News /kolkata /
Sukanta Majumdar on Bhabanipur By Election Result: ভবানীপুরে লড়াই হয়েছে, শুনসান বিজেপি অফিসে দাবি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar on Bhabanipur By Election Result: ভবানীপুরে লড়াই হয়েছে, শুনসান বিজেপি অফিসে দাবি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

রবিবার শুনসান বিজেপি অফিস, ভবানীপুরে লড়াইয়ের দাবি সুকান্ত মজুমদারের৷

রবিবার শুনসান বিজেপি অফিস, ভবানীপুরে লড়াইয়ের দাবি সুকান্ত মজুমদারের৷

বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তাঁর দলের নেতারাই কতখানি সহমত, তা নিয়ে প্রশ্ন থাকছেই৷ কারণ আজ দিনভরই বিজেপি-র রাজ্য দফতর বা হেস্টিংস কার্যালয়ের পথ মাড়াননি প্রায় কোনও বিজেপি নেতাই (Sukanta Majumdar on Bhabanipur By Election Result)৷

আরও পড়ুন...
  • Share this:

#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ৫৮,৮৩৫৷ তার পরেও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ভবানীপুরে লড়াই হয়েছে (Sukanta Majumdar on Bhabanipur By Election Result)৷

যদিও বিজেপি রাজ্য সভাপতির (Sukanta Majumdar) সঙ্গে তাঁর দলের নেতারাই কতখানি সহমত, তা নিয়ে প্রশ্ন থাকছেই৷ কারণ আজ দিনভরই বিজেপি-র রাজ্য দফতর বা হেস্টিংস কার্যালয়ের পথ মাড়াননি প্রায় কোনও বিজেপি (BJP) নেতাই৷ অন্যান্য নেতা, কর্মীদেরও সেভাবে চোখে পড়েনি৷ ফলে ভবানীপুরে সত্যিই লড়াই হয়ে থাকলে বিজেপি নেতা, কর্মীরা দলের রাজ্য দফতরে আসার উৎসাহটুকু পেলেন না কেন, সেই প্রশ্ন উঠছেই৷

ভবানীপুরে এ দিন প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ইভিম এবং পোস্টাল ব্যালট মিলিয়ে ভবানীপুরে ৮৫,২৬৩ ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রাপ্তি ২৬,৪২৮ টি ভোট৷ সকাল থেকে যত সময় এগিয়েছে, ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) ব্যবধান চওড়া হয়েছে৷

প্রথম কয়েক রাউন্ডের পরই ভবানীপুরে কী হতে চলেছে, তার ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়৷ ফলে সকাল থেকে বিজেপি রাজ্য দফতরে যে শূন্যতা ছিল, তা আর পূরণ হয়নি৷ এমন কি, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্যও বিজেপি-র কোনও নেতাকেই পাওয়া যায়নি৷

আরও পড়ুন: আমিই ম্যান অফ দ্য ম্যাচ! ৫৮ হাজার ভোটে হেরে দাবি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

যদিও বিকেলের দিকে বিজেপি রাজ্য দফতরে এসে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ভবানীপুরের ফল তাঁদের ভবিষ্যতে লড়াইয়ের অনুপ্রেরণা জোগাবে৷ বিজেপি রাজ্য সভাপতির যুক্তি, 'প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে লড়াউ করেছেন, তা প্রশংসার দাবি রাখে৷ ভবিষ্যতের নির্বাচনগুলিতে লড়াইয়ের জন্য ভবানীপুর আমাদের অনুপ্রেরণা জোগাবে৷' তবে জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দনও জানান সুকান্ত৷

এর পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি ভবানীপুরের ভোট দানের হার নিয়েও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর জয়কেই পরোক্ষে কটাক্ষ করেছেন৷ তাঁর যুক্তি, 'ভবানীপুরে মাত্র ৫৭ শতাংশ ভোট পড়েছে৷ তার অর্থ এক গরিষ্ঠ অংশের মানুষই নিজেদের মতামত জানালেন না৷'

বিজেপি-র অন্দরের অবশ্য খবর, ভবানীপুরে ভোটের সম্ভাব্য ফল নিয়ে বিজেপি-র অবস্থান কী হবে, তা আগে থেকেই ঠিক করা ছিল৷ ভবানীপুরে ভোটের পর বিজেপি-র অঙ্ক ছিল, ভোটের হার বাড়লে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান কমবে৷ কিন্তু বিজেপি-র সেই হিসেব মেলেনি৷ সেই কারণেই বাধ্য হয়ে ভোটদানের হার কেন কম, তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি৷

যদিও ভবানীপুরে এমনিতেই ভোটের হার খুব বেশি হয় না৷ অতীতের নির্বাচনগুলির পরিসংখ্যান সেকথাই বলছে৷ বরং ২০১১-র উপনির্বাচনের তুলনায় এবার ভবানীপুরে ভোটদানের হার ছিল অনেকটাই বেশি৷

Published by:Debamoy Ghosh
First published:

পরবর্তী খবর