• Home
  • »
  • News
  • »
  • kolkata
  • »
  • অভিজাত আবাসনে অস্বাভাবিক মৃত্যু! তদন্তে উঠে এল মানসিক অবসাদের কারণ

অভিজাত আবাসনে অস্বাভাবিক মৃত্যু! তদন্তে উঠে এল মানসিক অবসাদের কারণ

এই ঘটনা ঘটার পরেই এলাকার পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ।

এই ঘটনা ঘটার পরেই এলাকার পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ।

এই ঘটনা ঘটার পরেই এলাকার পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ।

  • Share this:

#কলকাতা: শহরে যে মানসিক অবসাদের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা হয়তো ফের প্রমাণ হল সোমবার। আনন্দপুর থানা এলাকার অভিজাত আবাসনে অস্বাভাবিক মৃত্যু হয় কিশোরের। সোমবার সকালে হটাৎ-ই জোরে আওয়াজ পান স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা। ওই অভিজাত আবাসনের ৫ম টাওয়ারের চব্বিশ তল থেকে সতেরো বছরের কিশোরের দেহ উদ্ধার হয়।  সেই আবাসনে থাকা সাইকেলের উপরে কিশোরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এই ঘটনা ঘটার পরেই এলাকার পৌঁছায় আনন্দপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করার পরে কিশোরের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ। কিশোরের বাবার সঙ্গে কথা বলে জানা যায় দ্বাদশ শ্রেণিতে বাণিজ্য বিভাগে পড়তেন এই মেধাবী পড়ুয়া। পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারে মেধাবী পড়ুয়ার পরীক্ষায় প্রস্তুতি নিয়ে অনেকদিন ধরেই সমস্যা হচ্ছিল। পরীক্ষার আগেই তার প্রস্তুতি নিয়ে নানান সমস্যার জেরে মানসিক অবসাদ ও হতাশা ছিল। বাড়িতে কোনও ব্যক্তি না থাকার সুযোগে কিশোর আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।  যদিও পরিবারের সঙ্গে পুলিশ কথা বলে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।

মনোবিদদের মতে, এই মানসিক অবসাদের স্বীকার অনেকেই৷ বর্তমান সময়ে এই সমস্যা অনেক পড়ুয়ার মধ্যেই দেখা যাচ্ছে। তা নিরাময় করা খুবই প্রয়োজন।

Published by:Pooja Basu
First published: