#কলকাতা: ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। রবিবার সকাল ১০.৩৫ মিনিটের দমদমগামী মেট্রো যখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঢুকছে, তখন ঝাঁপ দেন ওই ব্যক্তি। ঘটনার পরেই মেট্রো পরিষেবা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। ছুটির দিনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রোকর্মীরা। লাইনের বিদ্যুতসংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় উদ্ধারকাজ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের এই ঘটনার পর সাময়িক ভাবে পরিষেবা ব্যাহত হয়। সেইসময় ময়দান থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চালানো হচ্ছিল। ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। গীতাঞ্জলি স্টেশনে ওই ঘটনা ঘটে। বার বার একই ঘটনার পুনরাবৃত্তিতে যাত্রী সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।