#কলকাতা: অফিস টাইম ৷ ব্যস্ত দমদম মেট্রো স্টেশন ৷ ঠিক এই সময় হঠাৎই ট্রেনের সামনে যুবকের ঝাঁপ ! আপাতত বন্ধ দমদম থেকে মেট্রো পরিষেবা ৷ চরম দুর্ভোগে অফিস যাত্রী ৷
বুধবার সকাল সকালই মেট্রোযাত্রীরা পড়লেন দুর্ভোগের মুখে ৷ কবি সুভাষগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দমদম মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক ৷ ঘটনায় বন্ধ হয়ে গেল দমদম থেকে মেট্রো চলাচল ৷ তবে গিরীশ পার্ক-কবি সুভাষ মেট্রো চলাচল করছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।