হোম /খবর /কলকাতা /
নিয়োগ দুর্নীতিতে হঠাৎ হৈমন্তীর নাম, কী করতেন গোপাল দলপতির স্ত্রী, চমকে উঠবেন

West Bengal SSC Recruitment: নিয়োগ দুর্নীতিতে হঠাৎ হৈমন্তীর নাম, কী করতেন গোপাল দলপতির স্ত্রী, শুনলে চমকে উঠবেন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

West Bengal SSC Recruitment: বেশিরভাগ জমি গোপালের স্ত্রী এবং স্ত্রীয়ের কোম্পানির নামে।

  • Share this:

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এ বার কুন্তলের মুখে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম! কে এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়? সিবিআই সূত্রে খবর, গোপাল দলপতির লিভ ইন পার্টনারহৈমন্তী গঙ্গোপাধ্যায়। হৈমন্তী মডেল। তবে গোপাল 2018 গ্রেফতারের পর থেকে আলাদা থাকেন। আগে টালিগঞ্জ এলাকায় থাকতেন। গোপালের আগে একটি বিয়ে ছিল সেই স্ত্রীকে ছেড়ে হৈমন্তীর প্রেমে পড়ে লিভ ইন শুরু করেন, যদিও কুন্তলের দাবি, গোপালের স্ত্রী হৈমন্তী।

এই হৈমন্তী একটি কোম্পানি রয়েছে । গোপালেরও একটি কোম্পানি রয়েছে। গোপাল ও হৈমন্তী দু'জন এখন আলাদা থাকেন। মুম্বাইতে হৈমন্তীর কোম্পানিতে গোপাল বিপুল পরিমান টাকা ট্রান্সফার করেছিল। এমনকী গোপালের বিপুল পরিমান জমি ও হৈমন্তীর কোম্পানির নামে। ফলে কুন্তল যে বার বার অভিযোগ করছে এজেন্ট মারফত কোটি কোটি টাকা কুন্তলের থেকে গোপাল দলপতি মুম্বাইতে নিজের স্ত্রী কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টয়ে টাকা ট্রান্সফার করেছিল বলে অভিযোগ।

ফলে কুন্তল যে বার বার অভিযোগ করছে এজেন্ট মারফত কোটি কোটি টাকা কুন্তলের থেকে গোপাল দলপতি মুম্বাইয়ে নিজের স্ত্রী কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল বলে অভিযোগ। এ বার কুন্তল বৃহস্পতিবার আলিপুর আদালতে ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের পরে বেরানোর সময় কোর্ট লক আপ থেকে চিৎকার করে বলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়র, আরমান গঙ্গোপাধ্যায়র। তাঁকে প্রশ্ন করা হয় কারা টাকা নিয়েছিল? সেই প্রশ্নের উত্তর দেন।

নিয়োগ দুর্নীতিতে গোপাল দলপতির  সম্পত্তি এ বার সিবিআইয়ের স্ক্যানারে। সিবিআই সূত্রে খবর,  গোপালের প্রায় ২৪টি জমির প্লট রয়েছে। বেশিরভাগ জমি গোপালের স্ত্রী এবং স্ত্রীয়ের কোম্পানির নামে। এত জমি কেনার টাকা কোথা থেকে পেলেন গোপাল? নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকাতেই কী এই বিপুল সম্পত্তি গোপালের! সিবিআই সূত্রে খবর, গোপালের প্রায় ২৪টি জমি প্লট রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি-সহ এ রাজ্য বিভিন্ন জায়গায় এই বিপুল জমি রয়েছে।

বেশিরভাগ জমি গোপালের স্ত্রী এবং স্ত্রীয়ের কোম্পানির নামে। এত জমি কেনার টাকা কোথা থেকে পেল গোপাল? সিবিআই গোপালকে  প্রশ্ন করেছিল। উত্তরে অসঙ্গতি। আরও কিছু জমি বিক্রিও করেছে। সেই টাকা কোথায় গেল? তা হলে কী কুন্তলের অভিযোগ অনুসারে, গোপাল দলপতির কাছে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা গিয়েছে। সেই টাকা মুম্বাইয়ে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছে। সিবিআই সূত্রে খবর, গোপাল দলপতির কোম্পানি ও তাঁর লিভ-ইন পার্টনার দু’জনের কোম্পানিতে নিয়োগ দুর্নীতি টাকা গিয়েছে।

Published by:Uddalak B
First published:

Tags: SSC Recruitment